কলকাতা, 29 ফেব্রুয়ারি : আই লিগ খেতাবের আগমনী জোরালো হলেও রাশ আলগা করতে নারাজ বাগান কোচ কিবু ভিকুনা । আগামীকাল অর্থাৎ রবিবার ট্রাও এফসির বিরুদ্ধে মাঠে নামছে সবুজ-মেরুন ব্রিগেড । আই লিগের পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে বিরাট বিপর্যয় না ঘটলে চলতি মরশুমের আই লিগের ঠিকানা মোহনবাগান তাঁবু । কিবু ভিকুনা অঙ্কটা জানেন । একইসঙ্গে পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থায় থেকেও খেতাব না আসার কথা তিনি শিলটন পালদের মুখে শুনেছেন । ফলে তাঁর মুখে খেতাবের সম্ভাবনা কিংবা ম্যাজিক অঙ্কের বদলে লিগ শীর্ষে থাকার বার্তা । যা তিনি দলের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন ।
চার্চিল ব্রাদার্সকে তাদের মাঠে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য করার পরে দলের আত্মবিশ্বাস তুঙ্গে । তবে আত্মতুষ্টির জায়গাটা একেবারেই নেই । সাজঘরের সচেতন মনোভাব কিবু ভিকুনার প্রাপ্তি বললে ভুল হবে না । পাশাপাশি, জোসেবা বেইটিয়া বলছেন সদস্য-সমর্থকদের স্বপ্ন ভালোবাসার দাম তাঁরা পারফরমেন্সের মধ্যে দিয়ে দিতে চান । এই উন্মাদনার স্বাদ তাঁরা কোনওদিন পাননি । ট্রাও এফসির বিরুদ্ধে দলের এই স্বপ্নপূরণের চেষ্টায় সাফল্যের বীজ লুকিয়ে । প্রতিপক্ষ ট্রাও এফসি ধারেভারে পিছিয়ে । মোহনবাগানের শক্তি তাদের দলগত সংহতি ।