নাপলস, 28 ডিসেম্বর : দিয়েগোর মৃত্যুর পর কেটেছে মাত্র 13 মাস 3 দিন ৷ আবার শোকের ছায়া মারাদোনার পরিবারে ৷ প্রয়াত হুগো মারাদোনা ৷ দিয়েগো মারাদোনার ছোট ভাইও প্রাক্তন ফুটবল খেলোয়াড় ৷ চুটিয়ে খেলেছেন নাপোলি-সহ বিভিন্ন প্রথমসারির ক্লাবে ৷ 52 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি (Hugo Maradona dies at 52) ৷
নাপোলির পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে ৷ 1987 সালে মারাদোনার অনুরোধে তাঁর ভাইকে দলে নেয় নাপোলি ৷ পরে লোনে অ্যাস্কোলিন মারাদোনা পরিবারের এই সদস্য ৷ রায়ো ভ্যালেকানো, র্যাপিড ভিয়েনা-সহ বিশ্বের বিভিন্ন ক্লাবের হয়েও খেলেছেন ।