পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Hugo Maradona Dies : প্রয়াত হুগো মারাদোনা, দিয়েগোর ভাইয়ের প্রয়াণে শোকের ছায়া নাপলসে

সদ্য একবছর পেরিয়েছে 'হ্যান্ড অফ গডে'র স্রষ্টার মৃত্যুদিন ৷ এবার ইহলোকের রাজ্যপাট চুটিয়ে তাঁর ভাই হুগো মারাদোনা পাড়ি দিলেন তারাদের দেশে (Hugo Maradona dies at 52) ৷

Hugo Maradona Dies
প্রয়াত হুগো মারাদোনা

By

Published : Dec 28, 2021, 9:54 PM IST

নাপলস, 28 ডিসেম্বর : দিয়েগোর মৃত্যুর পর কেটেছে মাত্র 13 মাস 3 দিন ৷ আবার শোকের ছায়া মারাদোনার পরিবারে ৷ প্রয়াত হুগো মারাদোনা ৷ দিয়েগো মারাদোনার ছোট ভাইও প্রাক্তন ফুটবল খেলোয়াড় ৷ চুটিয়ে খেলেছেন নাপোলি-সহ বিভিন্ন প্রথমসারির ক্লাবে ৷ 52 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি (Hugo Maradona dies at 52) ৷

নাপোলির পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে ৷ 1987 সালে মারাদোনার অনুরোধে তাঁর ভাইকে দলে নেয় নাপোলি ৷ পরে লোনে অ্যাস্কোলিন মারাদোনা পরিবারের এই সদস্য ৷ রায়ো ভ্যালেকানো, র‌্যাপিড ভিয়েনা-সহ বিশ্বের বিভিন্ন ক্লাবের হয়েও খেলেছেন ।

আরও পড়ুন : Diego Maradona Death Anniversary : প্রথম মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা ফুটবলের রাজপুত্রকে

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘ক্লাবের সভাপতি অরেলিও দে লরেন্তিস, ভাইস প্রেসিডেন্ট এডোয়ার্ডো দে লরেন্তিস, কর্মকর্তা, কোচিং স্টাফ, খেলোয়াড়রা এবং পুরো এসএসসি নাপোলি পরিবার হুগোর মৃত্যুর পর মারাদোনা পরিবারের পাশে রয়েছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details