কলকাতা, 29 সেপ্টেম্বর : গঙ্গায় জোয়ারে ম্যাচ ভাসল ইস্টবেঙ্গলের । কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল ও কাস্টমসের । জিতলেই হবে না, গোল পার্থক্য বাড়াতে হবে এই অবস্থায় আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়ার দলের কাছে ম্যাচটি ছিল খেতাব জয়ের ম্যাচ ৷ অন্যদিকে কাস্টমসের কাছেও ম্যাচটি ছিল অবনমন বাঁচানোর লড়াই । কিন্তু ফুটবল দেবতা বোধহয় চাননি আজ ম্যাচটা হোক । তাই ইস্টবেঙ্গল মাঠের এক টাকা দশ পয়সার গ্যালারির দিক ভেসে যায় গঙ্গার জোয়ারের জলে ৷ রেফারি বিপ্লব পোদ্দার, ম্যাচ কমিশনার বিকাশ মুখার্জি ঘণ্টা দেড়েক অপেক্ষার পরে আজ ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেন ।
জোয়ারে ভাসল ইস্টবেঙ্গলের ম্যাচ
বারাসতে জর্জকে হারাল পিয়ারলেস৷ এদিকে জোয়ারে ভাসল ইস্টবেঙ্গল ম্যাচ৷ চ্যাম্পিয়ন হতে হলে ইস্টবেঙ্গলকে জিততে হবে সাত গোলের ব্যবধানে ৷
কাস্টমসের টেকনিকাল ডিরেক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, তাঁরা প্রতিবাদের চিঠি দিয়ে রবিবার খেলতে এসেছিলেন । কারণ একদিন ব্যবধানে তাঁদের ম্যাচ খেলতে বাধ্য করা হয়েছিল। পরবর্তী যেদিন ম্যাচ দেওয়া হবে সেদিন যেন লিগের বাকি ম্যাচ দেওয়া হয় । গড়াপেটা এড়াতে এই পদক্ষেপ করা উচিত ।
এদিকে ইস্টবেঙ্গলের ম্যাচ বাতিল হলেও বারাসতে পিয়ারলেস বনাম জর্জ টেলিগ্রাফ ম্যাচ হয়েছে । ক্রোমার জোড়া গোলে পিয়ারলেস জয়ী হয়েছে । তবে 11 ম্যাচে 23 পয়েন্টে পৌঁছালেও পিয়ারলেসকে চ্যাম্পিয়ন বলা যাবে না ৷ কারণ গোল পার্থক্যের হিসাব । ইস্টবেঙ্গল দশ ম্যাচে 20 পয়েন্টে দাঁড়িয়ে । চ্যাম্পিয়ন হতে হলে লাল-হলুদ শিবিরকে জিততে হবে 7 গোলে ৷