পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Brazil Vs Argentina : কোভিডবিধি মানেনি আর্জেন্টিনার একাধিক ফুটবলার, মাঝপথে বন্ধ মেসি-নেমারদের ম্যাচ - suspended

কোভিডবিধি না মেনে ইংল্যান্ড থেকে ব্রাজিলে গিয়ে ম্যাচে অংশগ্রহণ করেছিলেন আর্জেন্টিনার 3 ফুটবলার ৷ ফলে মাঝপথেই বন্ধ করে দেওয়া হল ব্রাজিল বনাম আর্জেন্টিনার 2022 বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ ৷ কোপা আমেরিকার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা হারিয়েছিল নেমার জুনিয়রদের ব্রাজিলকে ৷ স্বভাবতই এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল ৷ কিন্তু, মেসি-নেইমারের লড়াই দেখা হল না ৷

Brazil Vs Argentina
কোভিডবিধি মানেনি আর্জেন্টিনার একাধিক ফুটবলার, মাঝপথে বন্ধ মেসি-নেমারদের ম্যাচ

By

Published : Sep 6, 2021, 8:24 AM IST

Updated : Sep 6, 2021, 12:32 PM IST

রিও-ডি-জেনিরো, 6 সেপ্টেম্বর : কোভিডবিধি না মেনে বিশ্বকাপ 2022 সালের কোয়ালিফাই ম্যাচ খেলতে যাওয়ার জন্য ম্যাচ বন্ধ করে দিল ব্রাজিল সরকার ৷ আর্জেন্টিনার তিন খেলোয়াড় এমিলানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমিরো এবং জিওভানি লো সেলসো ইংল্যান্ড থেকে ব্রাজিলে গিয়ে 14 দিনের কোয়ারেন্টাইনে না থেকেই খেলতে নেমে যান ৷ এর ফলে বড়সড় শাস্তিও হতে পারে তাঁদের ৷ একই অভিযোগ উঠেছে আর্জেন্টিনার এমিলিয়ানো বুয়েনদিয়ার বিরুদ্ধেও ৷ অভিযোগ, এরা অভিবাসন দফতরে মিথ্যা বলে খেলতে চলে আসেন ৷

ইতিমধ্যেই ম্যাচ রেফারি এবং ম্যাচ কমিশনার ফিফাকে বিষয়টি জানিয়েছেন ৷ ফলে ফিফা কী পদক্ষেপ করে সেদিকেই তাকিয়ে রয়েছে সব পক্ষ ৷ একইসঙ্গে কড়া শাস্তি হতে পারে ব্রাজিলেরও ৷ এখন ফিফা কি করে সেটাই দেখার ৷

আরও পড়ুন: 75তম আন্তর্জাতিক গোল সুনীলের, নেপালের বিরুদ্ধে জয়ে ফিরল ভারত

যদিও মাঝপথে খেলা বন্ধ হয়ে যাওয়ায় খেলার ফলের মীমাংসা হয়নি ৷ এখন দেখার শেষ পর্যন্ত খেলার ফলের বিষয়ে কী সিদ্ধান্ত নেয় আয়োজক কর্তৃপক্ষ ৷ তবে শেষ সিদ্ধান্ত জানাবে ফিফা ৷ করোনা প্যানডেমিক পরিস্থিতিতে ফিফার নিয়ম অনুযায়ী যে কোনও লাল তালিকাভুক্ত দেশ থেকে আসলে 14 দিন হোম কোয়েরেন্টাইনে থাকতে হয় ৷ সেই নিয়ম লঙ্ঘন করেছেন আর্জেন্টিনার ফুটবলাররা ৷ একই নিয়ম কার্যকর রয়েছে ব্রাজিল দলের জন্যও ৷ ফলে ব্রাজিলের অনেক ফুটবলার ম্যাচে অংশগ্রহণ করতে পারেননি ৷

Last Updated : Sep 6, 2021, 12:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details