রিও-ডি-জেনিরো, 6 সেপ্টেম্বর : কোভিডবিধি না মেনে বিশ্বকাপ 2022 সালের কোয়ালিফাই ম্যাচ খেলতে যাওয়ার জন্য ম্যাচ বন্ধ করে দিল ব্রাজিল সরকার ৷ আর্জেন্টিনার তিন খেলোয়াড় এমিলানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমিরো এবং জিওভানি লো সেলসো ইংল্যান্ড থেকে ব্রাজিলে গিয়ে 14 দিনের কোয়ারেন্টাইনে না থেকেই খেলতে নেমে যান ৷ এর ফলে বড়সড় শাস্তিও হতে পারে তাঁদের ৷ একই অভিযোগ উঠেছে আর্জেন্টিনার এমিলিয়ানো বুয়েনদিয়ার বিরুদ্ধেও ৷ অভিযোগ, এরা অভিবাসন দফতরে মিথ্যা বলে খেলতে চলে আসেন ৷
ইতিমধ্যেই ম্যাচ রেফারি এবং ম্যাচ কমিশনার ফিফাকে বিষয়টি জানিয়েছেন ৷ ফলে ফিফা কী পদক্ষেপ করে সেদিকেই তাকিয়ে রয়েছে সব পক্ষ ৷ একইসঙ্গে কড়া শাস্তি হতে পারে ব্রাজিলেরও ৷ এখন ফিফা কি করে সেটাই দেখার ৷