কলকাতা, 22 জানুয়ারি : জয়ে ফিরেছে দল । গত ম্যাচে চেন্নাইনকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা । তবু দলের খেলায় খুশি নন কোচ আন্তেনিও লোপেজ হাবাস । বিশেষ করে দলের আক্রমণ ভাগের পারফরম্যান্স গ্রাফ যে নিম্নমুখী তা স্বীকার করে নিয়েছেন এটিকে-মোহনবাগানের কোচ ।
এডু গার্সিয়ার চোটের গভীরতা নিয়ে আশঙ্কার কালো মেঘ সবুজ-মেরুন সাজঘরে । 26 জানুয়ারির ম্যাচের আগে দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডারকে সুস্থ করার কথা বলেছেন হাবাস । শেষ ম্যাচে স্টপেজ টাইমে সেটপিস থেকে এসেছে গোল । অনুশীলনে সেটপিসের নিয়মিত চর্চার ফসল পাওয়া যাচ্ছে বলে মনে করেন সবুজ মেরুন শিবিরের হেডস্যার । জ়াভি হার্নান্দেজের কর্নারে সুপার সাব হিসেবে মাঠে নামা ডেভিড উইলিয়ামসের মাথা ছুঁইয়ে আসে গোল । ম্যাচের সেরাও তিনি । দলকে জয়ের রাস্তায় ফিরিয়ে নিয়ে আসায় খুশি দলের স্ট্রাইকার । সবুজ মেরুনের নম্বর নাইনের গলায়, "দলকে জয়ের রাস্তায় ফেরানোর আনন্দ রয়েছে । শীর্ষে থাকা দলকে তাড়া করার সুযোগ থাকল । পয়েন্ট টেবিলের নিচের দিকে দলের সঙ্গে ব্যবধান বাড়ানো সম্ভব হয়েছে ।"