কলকাতা, 30 জানুয়ারি : রেফারিং নিয়ে শঙ্কায় আন্তেনিও লোপেজ হাবাস। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে এটিকে-মোহনবাগানের স্প্যানিশ হেডস্যার বলছেন শেষ ম্যাচে তাঁরা একাধিক খারাপ সিদ্ধান্তের শিকার হয়েছেন। রয় কৃষ্ণা পেনাল্টি থেকে বঞ্চিত। প্রতিপক্ষের গোলের সময় ফাউল করা হলেও তা রেফারি এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। "একটি ম্যাচে রেফারির এক কিংবা দুটো ভুল মানা যায়। তবে সংখ্যাটা বাড়লে দলকে ভুগতে হয়। ম্যাচের ভাগ্য ঘুরে যায়," বলেছেন সবুজ মেরুন চাণক্য।
দ্বিতীয় পর্বে প্রতিপক্ষ ফের কেরালা ব্লাস্টার্স। প্রথম সাক্ষাতের ফলাফল নিয়ে আত্মতুষ্ট না হয়ে বরং খোলা মনে শুরু করতে চান হাবাস। কারণ, মাঝের সময়ে কিবু ভিকুনার দল বদলে গিয়েছে। তাই তাদের শক্তিশালী প্রতিপক্ষ বলে মনে করছেন। একই ভাবে কঠিন ম্যাচ অপেক্ষা করছে বলে নিজের দলকে সতর্ক করেছেন। "কেরালা শেষ ম্যাচে জেতার মত পরিস্থিতিতে ছিল। তাদের শৃঙ্খলাপরায়ণ এবং বুদ্ধিমত্তা যুক্ত ফুটবল সামলাতে আমাদের সমস্যায় পড়তে হয়েছিল। কেরালা সত্যিই ভালো খেলছে ।" প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণে হাবাস।