পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হাবাসদের কাছে নতুন অভিজ্ঞতা হতে চলেছে মোহনবাগানের সমর্থক : ব্যারেটো - ডেভিড উইলিয়াম

মোহনাবাগানের ISl-এ খেলা নিয়ে ব্যারেটোর ব্যাখ্যা 2014-15 মরশুম থেকেই সমস্ত মোহনবাগান সমর্থকরাই চাইছিলেন দল ভারতের এক নম্বর টুর্নামেন্ট খেলুক ৷ অবশেষে এটা হচ্ছে ৷ লাখ লাখ মোহনবাগান সমর্থকের স্বপ্ন পূরণ হতে চলেছে ৷ মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় হিসেবে খুশি ব্যারেটোও ৷

image
ব্যারেটো

By

Published : Jul 11, 2020, 10:43 PM IST

কলকাতা, 11 জুলাই : নতুন নামে ইন্ডিয়ান সুপার লিগ খেলবে মোহনবাগান ৷ ISL চ্যাম্পিয়ন দল ATK-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে 2019 আই লিগ জয়ী মোহনবাগান ৷ নতুন দল ATK মোহনবাগান খেলবে ISL-এ ৷ মোহনবাগানের ঐতিহ্যের কথা মাথায় রেখে জার্সিতে রেখে দেওয়া হয়েছে সবুজ-মেরুন রং একই সঙ্গে পালতোলা নৌকাও আছে লোগোতে ৷ কিন্তু এই গাঁটছড়া নিয়ে নানা মুনির নানা মত ৷ চিরপ্রতিদ্বন্দী ইস্টবেঙ্গলও স্বাগত জানিয়ছে এই গাঁটছড়াকে ৷ অন্যদিকে মহমেডানের নবনিযুক্ত সচিবের গলায় অন্য সুর ৷ মোহনবাগানের প্রাক্তনী হোসে ব্যারেটোও পুরো বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ৷

মোহনাবাগানের ISl -এ খেলা নিয়ে ব্যারেটোর ব্যাখ্যা 2014-15 মরশুম থেকেই সমস্ত মোহনবাগান সমর্থকরাই চাইছিলেন দল ভারতের এক নম্বর টুর্নামেন্ট খেলুক ৷ অবশেষে এটা হচ্ছে ৷ লাখ লাখ মোহনবাগান সমর্থকের স্বপ্ন পূরণ হতে চলেছে ৷ মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় হিসেবে তিনিও খুশি ৷

জার্সির সবুজ-মেরুন রং ও লোগোয় পালতোলা নৌকা রেখে দেওয়ায় আপ্লুত সবুজ তোতা ৷ তিনি মনে করেন না নামের আগে ATK থাকায় সেটা সমর্থকদের আবেগকে আঘাত করবে ৷ তবে ব্যারেটো বলছেন, স্টেডিয়ামে গিয়ে সবুজ-মেরুন রং না দেখতে পেলে দর্শক-সমর্থকরা দুঃখ পেতেন ৷ কেউ মোহনবাগানকে সবুজ-মেরুন রং ছাড়া চিন্তাই করতে পারবে না ৷

ভারতীয় ফুটবলে এই গাঁটছড়ার কীরকম প্রভাব পড়বে, ব্রাজ়িলিয়ান স্ট্রাইকারের কাছে জানতে চাওয়া হয় ৷ বাগান সমর্থকদের আদরের সবুজ তোতা বলেন, ‘‘ মোহনবাগানের বিশাল ঐতিহ্য আছে ৷ এত বছরে তারা অনেক কিছু জয় করেছে ৷ অন্যদিকে এটিকে জন্মলগ্ন থেকে ভারতীয় ফুটবলের অন্যতম শক্তিধর ক্লাব ৷ সবসময় তারা চ্যাম্পিয়নের দৌড়ে থেকেছে ৷ এই দুই ক্লাবকে একসঙ্গে দেখতে পারাটা দারুণ ব্যাপার ৷ এটা একটা বিশাল পার্থক্য গড়বে ৷ ভারতীয় ফুটবলের উন্নতিতে এটা উৎসেচকের কাজ করবে ৷

মোহনবাগান সমর্থকদের আবেগ নিয়েও কথা বলেছেন ব্যারেটো ৷ তাঁর মতে এটা স্বপ্ন পূরণের মতো ৷ তবে মোহনবাগান যদি এককভাবে ISL-এ আসত তাহলে, তাদের মানিয়ে নিতে সময় লাগত ৷ কিন্তু যেহেতু এটিকের আগে ISL খেলার অভিজ্ঞতা আছে তাই তাদের কাছে এটা একটা সুবিধার জায়গা ৷ সমর্থক়দের জন্য এই গাঁটছড়ার মধ্যে অনেক কিছু আছে ৷ তবে সবাই বলতে পারত কেন মোহনবাগান এটিকে নয়, কেন এটিকে মোহনবাগান ৷ তবে আমি বলব এর পজ়িটিভ দিকটা দেখুন ৷ এর নেগেটিভ দিকটা নয় ৷ সময়ের সঙ্গে সমর্থকরাও এটা মানিয়ে নেবে ৷

ডেভিড উইলিয়াম ও রয় কৃষ্ণার মতো ফুটবলাররা এটা নিয়ে বিশেষ কিছু মনে করবেন না বলেই মত ব্যারেটোর ৷ সবুজ তোতার মতে তাঁরা বাইরে খেলতে বেশি পছন্দ করেন ৷ যারা প্রথমবার এটিকে মোহনবাগানে আসবে তাদের কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে ৷ স্ট্যান্ডে দর্শক থাকা আর দর্শকরা আপনার পুজো করা দুটো আলাদা বিষয় ৷ কলকাতার মতো ফুটবল পাগল সমর্থকরা অন্য কোথাও পাওয়া যাবে না বলেই মত ব্যারেটোর ৷ কোচ হাবাস, বা বাকি সদস্যরা সবাই একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন ৷ ব্যারেটো বলেন, ‘‘আমি নিশ্চিত সদস্য সমর্থকরা আপনাদের একটি নতুন অভিজ্ঞতা দিতে চলেছে ৷ এবং এটা কোচ, ফুটবলার ও সাপোর্ট স্টাফের জন্য বিশেষ অভিজ্ঞতা হতে চলেছে ৷ ’’

এটিকে মোহনবাগানের থেকে বাগানের ব্যারেটো চাইছেন গ্রাসরুটে উন্নয়ন ৷ ব্যারেটোর কথায় এটিকে মোগনবাগানকে দর্শকের কথা ভাবতে হবে না ৷ ভালো ফুটবলার নিয়োগের ব্যাপারে এটিকে এতদিন ভালো কাজ করেছে ৷ তাই সেদিকেও ভাবতে হবে না দলকে ৷ তবে বাংলা থেকে ফুটবলার তুলে আনতে হবে ৷ তাই তিনি চাইছেন এটিকে মোহনবাগান গ্রাসরুট প্রোগ্রাম ও ইয়ুথ ডেভালপমেন্টে নজর দিক ৷ বাংলার ট্যালেন্টেড ফুটবলারদের সত্যি করেই তাদের দরকার ৷ ভবিষ্যতে এখান থেকেই ভালো মানের ফুটবলার উঠে আসবে বলে ব্যারেটোর মত ৷

ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশেও বার্তা দিয়েছেন সবুজ তোতা ৷ তাঁর মতে, ‘‘ মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান কলকাতার তিন প্রধান ৷ বর্তমানে মোহনবাগান ISL- এ যোগ দিতে চলেছে ৷ নিশ্চিতভাবে ইস্টবেঙ্গলও ISL খেলার জন্য মুখিয়ে আছে ৷ সম্ভবত এটা শুধু সময়ের অপেক্ষা ৷ তবে ইস্টবেঙ্গল ISL খেললে আমি ডার্বি ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছি ৷ এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ৷ তবে ইস্টবেঙ্গলও হয়ত অন্য কোনও নামে ISL খেলবে ৷ এটা লিগের জন্য খুব গুরুত্বপূর্ণ ৷ তাই আশা জিইয়ে রাখুন ৷ এবং বিশ্বাস রাখুন ৷ এটা সম্ভব হতেই পারে ৷ ’’

ABOUT THE AUTHOR

...view details