কলকাতা, 2 নভেম্বর: হাতে মাত্র আড়াই সপ্তাহ। তার মধ্যে দলকে গুছিয়ে ফেলতে হবে।ফলে প্রথম একাদশ বেছে ফেলার কাজ শুরু করে দিলেন ATK-মোহনবাগানের হেডস্যার আন্তেনিও লোপেজ হাবাস। প্রথমেই তিনি রক্ষণ শক্ত করার ওপর জোর দিচ্ছেন। এগারো দলের টুর্নামেন্টে রক্ষণের ছোট্ট ভুলে স্বপ্ন ধুলিসাত হওয়ার শঙ্কা থাকতে পারে। তাই ঘর সামলে আক্রমণ জোরদার করার পরিকল্পনা হাবাসের ভাবনায়।
রক্ষণ মজবুত করতে বাড়তি নজর হাবাসের
দুবেলা অনুশীলন করছে সবুজ মেরুন ব্রিগেড।ATK-মোহনবাগানের হেডস্যার আন্তেনিও লোপেজ হাবাস রক্ষণ সংগঠন ঠিক করার দিকে বেশি নজর দিচ্ছেন ।
দুবেলা অনুশীলন করছে সবুজ মেরুন ব্রিগেড। এবছর পুরানো দলের সিংহভাগ ফুটবলার থাকলেও রক্ষণ বিভাগ নতুন। দলে ফিরেছেন স্প্যানিশ ডিফেন্ডার তিরি। সন্দেশ ঝিঙ্গান প্রথমবার খেলবেন। ফলে তাদের বোঝাপড়া গড়ে তোলা জরুরি। শুভাশিস বসুও নতুন। প্রীতম কোটাল, সুমিত রাঠি,প্রবীর দাসরা গত বছর ছিলেন। এদিন রক্ষণ সংগঠন ঠিক করতে কখনও তিরির সঙ্গে সন্দেশ ঝিঙ্গানকে খেলালেন।আবার কখনও দুজনের সঙ্গে পালা করে সুমিত রাঠিকে জুড়ে দিলেন। প্রীতম,প্রবীরদেও ঘুরিয়ে ফিরিয়ে খেলালেন হাবাস।
সেটপিসের সময় ফুটবলারদের অবস্থান কী হবে সেটাও ঠিক করে দিলেন। এমনকি প্রতিআক্রমনে রক্ষণভাগের ভূমিকা কি হবে তা বুঝিয়ে দিলেন। এবং দলের।রণনীতি যাতে প্রকাশ না হয়ে পড়ে সেজন্য বন্ধ দরজার আড়ালে ATK-মোহনবাগানের হেডস্যার অনুশীলন করাচ্ছেন। 14 নভেম্বর FC গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়নরা।তারপরেই 20 নভেম্বর কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে সবুজ মেরুন। তার দলের প্রতিটি বিভাগ সাজিয়ে নিতে চাইছেন হাবাস। সেই কাজে প্রথমেই রক্ষন মজবুত করার ওপর জোর দিলেন।