পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দু'টো ডার্বি জয়কেই পাখির চোখ করছেন হাবাস - ইস্টবেঙ্গল

কোরোনা পরিস্থিতিতে বিধিনিষেধের লক্ষ্মণরেখায় থেকে ISL হচ্ছে গোয়ায় । হাতে সময় কম অথচ দল গোছানোর তাগিদ ।

ISL
আইএসএল

By

Published : Oct 31, 2020, 10:26 AM IST

কলকাতা, 31 অক্টোবর : ISL শুরুর কথা আগেই জানা ছিল । অপেক্ষা ছিল ক্রীড়াসূচি প্রকাশের । শুক্রবার ISLএর সূচি প্রকাশ হতেই প্রস্তুতিতে বাড়তি মাত্রা যোগ হল । প্রতিটি দল এবার লক্ষ্য স্থির করে ম্যাচভিত্তিক অনুশীলন করবে । গতবছর ISL চ্যাম্পিয়ন হয়েছিল ATK । নতুন মরশুমে নতুন চেহারায় ISLএ দৌড় শুরু করবে তারা । মোহনবাগানের মতো দলের সঙ্গে গাঁটছড়ায় প্রত্যাশার পারদ চড়েছে । লাল সাদা জার্সি ছেড়ে সবুজ মেরুন জার্সিতে নতুন স্টান্স নেওয়ার ডাক ATK-মোহনবাগানে । প্রত্যাশার চাপ এবং পরিস্থিতি সম্বন্ধে অবহিত আন্তেনিও লোপেজ হাবাস ।

সূচি প্রকাশের পরে চ্যাম্পিয়ন কোচের প্রতিক্রিয়া, "শুধু ইস্টবেঙ্গল নয়, প্রতিযোগিতার প্রতিটি দল আমাদের কাছে গুরুত্বপূর্ণ । প্রতিটি দলের সঙ্গে আমাদের খেলতে হবে । সেভাবেই আমরা নিজেদের তৈরি করছি । সূচি নিয়ে আমাদের কোনও অসুবিধা নেই ।"

কুড়ি নভেম্বর প্রথম ম্যাচে কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলার পরেই 27 নভেম্বর ডার্বিতে নামতে হবে । পরপর দুটো ম্যাচের সঙ্গে সবুজ মেরুন আবেগ, সমর্থন চ্যালেঞ্জ জড়িয়ে । বিশেষ করে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ তো নতুন মরশুমের ISLএ "দ্য ম্যাচ" ৷ ডার্বি নিয়ে কথা বলতে গিয়ে ATK-মোহনবাগান হেডস্যার বলেছেন, "ইস্টবেঙ্গলকে অন্য দলের মতোই গুরুত্ব দিচ্ছি । ডার্বির সঙ্গে সবুজ মেরুন সমর্থকদের আবেগ জড়িয়ে । তা আমি জানি । কলকাতায় কোচিং করানোর কারণে এই ম্যাচ ঘিরে উন্মাদনা আমার চেনা । আমাদের লক্ষ্য, দুটো ম্যাচ জিতে পুরো ছয় পয়েন্ট ঘরে তোলা ।"

শক্তিশালী দল নিয়ে এবারের ISLএ ATK-মোহনবাগান । কোরোনা পরিস্থিতিতে বিধিনিষেধের লক্ষ্মণরেখায় থেকে ISL হচ্ছে গোয়ায় । হাতে সময় কম অথচ দল গোছানোর তাগিদ । শনিবার থেকে অনুশীলনে যোগ দিচ্ছেন রয় কৃষ্ণ । দুবেলা অনুশীলনে দলকে প্রস্তুত করছেন হাবাস । তাই স্প্যানিশ হেডস্যারের মুখে প্রতিপক্ষ এবং ডার্বি ঘিরে পরোক্ষ চ্যালেঞ্জ ।

ABOUT THE AUTHOR

...view details