কলকাতা, 31 ডিসেম্বর : চোট সমস্যা যেন ছেড়েও ছাড়ছে না এটিকে মোহনবাগানকে । দলের সাইড ব্যাক সমস্যা মেটাতে নওদম্বা নওরেমকে দলে নিয়েছিল তারা । কিন্তু নওরেমকে অনুশীলনে নামানোর আগেই চোটের ধাক্কা । শোনা যাচ্ছে গত বছরের আই লিগে দুরন্ত পারফরম্যান্স করা নওরেম লিগামেন্টের চোটে কাবু । এবং তা সারতে সময় দরকার ।
নতুন বছরের প্রথম মাসটি দলবদলের দ্বিতীয় উইনডো । এই সময় আইএসএলে অংশগ্রহণকারী প্রতিটি দল তাঁদের প্রয়োজন মতো ফুটবলার সই করাচ্ছেন । সেই মতো সোসাইরাজের যোগ্য পরিবর্তন খুঁজতে হবে হাবাসকে ৷ অন্যদিকে নওরেমের চোটের খবর বড় ধাক্কা এটিকে-মোহনবাগানে । এদিকে প্রবীর দাসকে নিয়মিত প্রথম একাদশে দেখা যাচ্ছে না । বাঙালি সাইডব্যাক গত মরশুমে দলের খেতাব জয়ের অন্যতম কুশীলব । তাঁর উইং ধরে দৌড় এবং সেন্টার গত মরশুমে রয় কৃষ্ণ-ডেভিড উইলিয়ামস জুটির মোট 22টি গোলের অন্যতম কারণ ছিল ।