পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রবীর দাসকে নিয়ে অন্য পরিকল্পনা হাবাসের - সবুজ মেরুন আক্রমণ

চলতি আইএসএলে যে ক'টি ম্যাচে প্রথম থেকে প্রবীর দাস খেলেছেন সেই ম্যাচগুলোতে সবুজ মেরুন আক্রমণে ঝাঁঝ বেড়েছে । চেন্নাইয়িন এফসির বিরুদ্ধেও পরিবর্ত হিসেবে 22 মিনিট মাঠে ছিলেন এবং নজর কেড়েছিলেন ।

প্রবীর দাসকে নিয়ে হাবাসের অন্য পরিকল্পনা
প্রবীর দাসকে নিয়ে হাবাসের অন্য পরিকল্পনা

By

Published : Dec 31, 2020, 10:08 PM IST

কলকাতা, 31 ডিসেম্বর : চোট সমস্যা যেন ছেড়েও ছাড়ছে না এটিকে মোহনবাগানকে । দলের সাইড ব্যাক সমস্যা মেটাতে নওদম্বা নওরেমকে দলে নিয়েছিল তারা । কিন্তু নওরেমকে অনুশীলনে নামানোর আগেই চোটের ধাক্কা । শোনা যাচ্ছে গত বছরের আই লিগে দুরন্ত পারফরম্যান্স করা নওরেম লিগামেন্টের চোটে কাবু । এবং তা সারতে সময় দরকার ।

নতুন বছরের প্রথম মাসটি দলবদলের দ্বিতীয় উইনডো । এই সময় আইএসএলে অংশগ্রহণকারী প্রতিটি দল তাঁদের প্রয়োজন মতো ফুটবলার সই করাচ্ছেন । সেই মতো সোসাইরাজের যোগ্য পরিবর্তন খুঁজতে হবে হাবাসকে ৷ অন্যদিকে নওরেমের চোটের খবর বড় ধাক্কা এটিকে-মোহনবাগানে । এদিকে প্রবীর দাসকে নিয়মিত প্রথম একাদশে দেখা যাচ্ছে না । বাঙালি সাইডব্যাক গত মরশুমে দলের খেতাব জয়ের অন্যতম কুশীলব । তাঁর উইং ধরে দৌড় এবং সেন্টার গত মরশুমে রয় কৃষ্ণ-ডেভিড উইলিয়ামস জুটির মোট 22টি গোলের অন্যতম কারণ ছিল ।

আরও পড়ুন :- জয় দিয়েই বছর শেষ করল এফসি গোয়া

চলতি আইএসএলে যেক'টি ম্যাচে প্রথম থেকে প্রবীর দাস খেলেছেন সেই ম্যাচগুলোতে সবুজ মেরুন আক্রমণে ঝাঁঝ বেড়েছে । চেন্নাইয়িন এফসির বিরুদ্ধেও পরিবর্ত হিসেবে 22 মিনিট মাঠে ছিলেন এবং নজর কেড়েছিলেন । হাবাস বলছেন, "প্রবীর দাস তাঁর দলের গুরুত্বপূর্ণ ফুটবলার । তাঁকে নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে । তবে আমার দল একটা ফর্মেশনে খেলে । সেখানে ফুটবলারের চেয়েও ফর্মেশনে ফিট করছে কি না তা গুরুত্ব পেয়ে থাকে ।" প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন,"আমার প্রথম একাদশে মনবীর সিং রয়েছে । আমরা অন্য একটা ফর্মেশনে খেলছি । তবে দীর্ঘ লিগ । প্রতিটি ফুটবলারের প্রয়োজনীতা রয়েছে । সবাই সময়মতো সুযোগ পাবে । প্রবীরও সুযোগ পাবে ।" আপাতত নতুন বছরের আগমনীতে ব্যস্ত সকলে । কিন্তু সবুজ মেরুন ব্রিগেডে এখন নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচের প্রস্তুতির সুর ।

ABOUT THE AUTHOR

...view details