কলকাতা, 13 জুলাই : মোহনবাগান রত্ন সম্মানে সম্মানিত করা হবে হকি অলিম্পিয়ান গুরুবক্স সিং এবং বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক পলাশ নন্দীকে । জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হবে হকি তারকা অশোককুমার, প্রাক্তন ফুটবলার প্রণব গাঙ্গুলি এবং অ্যাথলিট মনোরঞ্জন পোড়েলকে । বর্ষসেরা ফুটবলারের সম্মান পাচ্ছেন জোসেবা বেইতিয়া । বর্ষসেরা যুব ফুটবলার অনূর্ধ্ব-18 দলের সজল বাগ । যদিও এবার সেরা ক্রিকেটারের সম্মান দেওয়া হচ্ছে না ।
কোরোনার সংক্রমণ রুখতে জমায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে । তাই প্রতি বছরের মতো এবছরের 29 জুলাই আড়ম্বরের সঙ্গে পালিত হবে না মোহনবাগান দিবস ৷ এদিনই রত্ন সম্মান তুলে দেওয়ার কথা ৷ কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেওয়া হবে না ৷ 29 জুলাই পুরস্কার প্রাপক যাঁরা শহরে থাকবেন তাঁদের হাতে কার্যকরী কমিটির সদস্যরা পুরস্কার তুলে দেবেন। জোসেবা বেইতিয়া এই মুহূর্তে স্পেনে রয়েছেন ।