পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

FIFA WORLD CUP 2022 : প্রথম দল হিসেবে ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করল জার্মানি - QATAR WORLD CUP 2022

2022 ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করল জার্মানি ৷ প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট পাকা করলেন থমাস মুলার, ম্যানুয়েল নয়াররা ৷ সোমবার ইউয়েফা গ্রুপ জে’তে চ্যাম্পিয়ন হতেই কোয়ালিফিকেশন পাকা হয়ে যায় জার্মানদের ৷

germany-become-first-team-to-qualify-for-fifa-world-cup-2022-in-qatar
প্রথম দল হিসেবে ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করল জার্মানি

By

Published : Oct 12, 2021, 1:37 PM IST

স্কোপজে (নর্থ ম্যাসেডোনিয়া), 12 অক্টোবর : প্রথম দল হিসেবে 2022 ফিফা বিশ্বকাপের মূল পর্বে প্রবেশ করল জার্মানি ৷ ইউয়েফা টুর্নামেন্টের গ্রুপ জে’র বিভাগে নর্থ ম্যাসেডোনিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে ফেললো জার্মান বাহিনী ৷ ভারতীয় সময় সোমবার মাঝরাতে নর্থ ম্যাসেডোনিয়াকে 4-0 গোলে হারালেন থমাস মুলার, জোসুয়া কিমিচরা ৷ জার্মানির হয়ে টিমো ওয়ার্নার জোড়া গোল করেন ৷

প্রসঙ্গত, জার্মানির করা চার গোলের সবক’টি ম্যাচের দ্বিতীয়ার্ধে আসে ৷ প্রথমার্ধে টিমো ওয়ার্নারের একটি শট পোস্টে গিয়ে লাগে ৷ তা না হলে জার্মানির জয়ের ব্যবধান আরও বাড়তে পারত ৷ তবে, এ দিন শুরু থেকে মাঠে জার্মানদের দাপট দেখা যায় ৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে জার্মানিকে এগিয়ে দেন কাই হাভার্টজ ৷ 50 মিনিটে তিনি জার্মানির হয়ে প্রথম গোল করেন ৷ এর পর 70 মিনিটে জার্মানির হয়ে দ্বিতীয় গোলটি করেন টিমো ওয়ার্নার ৷ তার কিছুক্ষণের মধ্যে 73 মিনিটে টিমো ওয়ার্নার তাঁর দ্বিতীয় গোলটি করেন ৷ ম্যাচের শেষের দিকে 83 মিনিটে জার্মানির চতুর্থ গোলটি করেন জামাল মুসিআলা ৷

আরও পড়ুন : World Cup Qualifier : কোয়ালিফায়ারে প্রথম পয়েন্ট নষ্ট ব্রাজিলের, জিতল আর্জেন্টিনা

প্রথমার্ধের বিরতির পর কাই হাভার্টজ জার্মানির হয়ে গোলর দরজা খোলেন ৷ অন্যদিকে, নিজের প্রথম আন্তর্জাতিক গোল করলেন জামাল মুসিআলা ৷ ইউয়েফার তরফে জানানো হয়েছে, রোমানিয়ার বিরুদ্ধে আর্মেনিয়া হারার পরেই গ্রুপ জে থেকে জয়ী দল হিসেবে কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করেছে জার্মানি ৷ 32 দেশকে নিয়ে আয়োজিত ফিফা বিশ্বকাপ 2022 আগামী বছর নভেম্বর মাসে শুরু হবে ৷ মধ্যপ্রাচ্যের গরমের কারণে শীতের মরসুমে আগামী বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ৷ সেটাও শীততাপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে ৷ 2022 সালে 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত কাতারে বিশ্বকাপের আসর বসবে ৷

আরও পড়ুন : UEFA Nations League : শাপমুক্তি! এমবাপের গোলে নেশনস লিগ জয় ফ্রান্সের

ABOUT THE AUTHOR

...view details