স্কোপজে (নর্থ ম্যাসেডোনিয়া), 12 অক্টোবর : প্রথম দল হিসেবে 2022 ফিফা বিশ্বকাপের মূল পর্বে প্রবেশ করল জার্মানি ৷ ইউয়েফা টুর্নামেন্টের গ্রুপ জে’র বিভাগে নর্থ ম্যাসেডোনিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে ফেললো জার্মান বাহিনী ৷ ভারতীয় সময় সোমবার মাঝরাতে নর্থ ম্যাসেডোনিয়াকে 4-0 গোলে হারালেন থমাস মুলার, জোসুয়া কিমিচরা ৷ জার্মানির হয়ে টিমো ওয়ার্নার জোড়া গোল করেন ৷
প্রসঙ্গত, জার্মানির করা চার গোলের সবক’টি ম্যাচের দ্বিতীয়ার্ধে আসে ৷ প্রথমার্ধে টিমো ওয়ার্নারের একটি শট পোস্টে গিয়ে লাগে ৷ তা না হলে জার্মানির জয়ের ব্যবধান আরও বাড়তে পারত ৷ তবে, এ দিন শুরু থেকে মাঠে জার্মানদের দাপট দেখা যায় ৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে জার্মানিকে এগিয়ে দেন কাই হাভার্টজ ৷ 50 মিনিটে তিনি জার্মানির হয়ে প্রথম গোল করেন ৷ এর পর 70 মিনিটে জার্মানির হয়ে দ্বিতীয় গোলটি করেন টিমো ওয়ার্নার ৷ তার কিছুক্ষণের মধ্যে 73 মিনিটে টিমো ওয়ার্নার তাঁর দ্বিতীয় গোলটি করেন ৷ ম্যাচের শেষের দিকে 83 মিনিটে জার্মানির চতুর্থ গোলটি করেন জামাল মুসিআলা ৷