প্য়ারিস, 14 নভেম্বর : 2015 প্য়ারিসে সন্ত্রাসবাদী হামলার ষষ্ঠ বর্ষপূর্তি ছিল শনিবার ৷ সেই বর্ষপূর্তিতে রাজধানির পার্ক ডে প্রিন্সেস স্টেডিয়ামে বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্য়াচে মাঠে নেমেছিল বিশ্বচ্য়াম্পিয়ন ফ্রান্স ৷ আর সম্ভাবনায় সিলমোহর দিয়ে শনিবারই কাতারের টিকিট পাকা করে ফেলল দিদিয়ের দেশঁর দল ৷ প্রতিপক্ষ কাজাখস্তানকে নিয়ে এদিন কার্যত ছেলেখেলা করলেন বেনজেমারা ৷ একটি বা দু'টি নয়, কাজাখদের গুনে গুনে এদিন 8 গোল দিল বিশ্বচ্য়াম্পিয়নরা ৷
কিলিয়ান এমবাপে একাই করলেন 4 গোল ৷ 2টি গোল করিম বেনজেমার ৷ একটি করে গোল করলেন আদ্রিয়েন ব়্যাবিয়ট এবং আতোয়াঁ গ্রিজম্যান ৷ স্পটকিক থেকে দেশের জার্সিতে এদিন 42তম গোলটি করে কিংবদন্তি মিশেল প্লাতিনিকে টপকে গেলেন অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার ৷ তাঁর সামনে এখন কেবল থিয়েরি অঁরি (51) এবং অলিভিয়ের জিরু (46) ৷