পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

World Cup Qualifiers : কাজাখস্তানকে আট গোল দিয়ে বিশ্বকাপের মূলপর্বে ফরাসিরা

ঘরের মাঠে এদিন প্রথম আধঘণ্টাতেই হ্য়াটট্রিক সম্পন্ন করেন পিএসজি তারকা ৷ প্রথমার্ধে এমবাপের হ্য়াটট্রিকে 3-0 এগিয়েছিল ফ্রান্স ৷ দ্বিতীয়ার্ধে আরও পাঁচ গোল করে তারা ৷

World Cup Qualifiers
প্রতিপক্ষকে আট গোল দিয়ে বিশ্বকাপের মূলপর্বে ফরাসিরা

By

Published : Nov 14, 2021, 3:48 PM IST

প্য়ারিস, 14 নভেম্বর : 2015 প্য়ারিসে সন্ত্রাসবাদী হামলার ষষ্ঠ বর্ষপূর্তি ছিল শনিবার ৷ সেই বর্ষপূর্তিতে রাজধানির পার্ক ডে প্রিন্সেস স্টেডিয়ামে বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্য়াচে মাঠে নেমেছিল বিশ্বচ্য়াম্পিয়ন ফ্রান্স ৷ আর সম্ভাবনায় সিলমোহর দিয়ে শনিবারই কাতারের টিকিট পাকা করে ফেলল দিদিয়ের দেশঁর দল ৷ প্রতিপক্ষ কাজাখস্তানকে নিয়ে এদিন কার্যত ছেলেখেলা করলেন বেনজেমারা ৷ একটি বা দু'টি নয়, কাজাখদের গুনে গুনে এদিন 8 গোল দিল বিশ্বচ্য়াম্পিয়নরা ৷

কিলিয়ান এমবাপে একাই করলেন 4 গোল ৷ 2টি গোল করিম বেনজেমার ৷ একটি করে গোল করলেন আদ্রিয়েন ব়্যাবিয়ট এবং আতোয়াঁ গ্রিজম্যান ৷ স্পটকিক থেকে দেশের জার্সিতে এদিন 42তম গোলটি করে কিংবদন্তি মিশেল প্লাতিনিকে টপকে গেলেন অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার ৷ তাঁর সামনে এখন কেবল থিয়েরি অঁরি (51) এবং অলিভিয়ের জিরু (46) ৷

ঘরের মাঠে এদিন প্রথম আধঘণ্টাতেই হ্য়াটট্রিক সম্পন্ন করেন পিএসজি তারকা ৷ প্রথমার্ধে এমবাপের হ্য়াটট্রিকে 3-0 এগিয়েছিল ফ্রান্স ৷ দ্বিতীয়ার্ধে আরও পাঁচ গোল করে তারা ৷ গ্রুপ-ডি'তে শীর্ষে থেকেই কাতার যাত্রা নিশ্চিত করল বিশ্বচ্য়াম্পিয়নরা ৷

আরও পড়ুন : কলম্বিয়াকে হারিয়ে কাতারের টিকিট কেটে ফেললেন নেইমাররা

ফ্রান্সের সঙ্গেই এদিন বিশ্বকাপ নিশ্চিত করল পড়শি বেলজিয়াম ৷ এস্তোনিয়াকে 3-1 গোলে হারিয়ে গ্রুপ-ই থেকে শীর্ষস্থান নিশ্চিত করল তারা ৷ অন্যদিকে মন্টেনেগ্রোর বিরুদ্ধে শেষ 10 মিনিটে জোড়া গোল হজম করে বিশ্বকাপ যাত্রা দীর্ঘায়িত হল ডাচদের ৷ 2 গোলে এগিয়ে থেকে এদিল 2-2 ড্র করল নেদারল্য়ান্ডস ৷

ABOUT THE AUTHOR

...view details