পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফক্সের চোট জল্পনা, উন্নতির জন্য সময় চাইলেন ফাওলারের ডেপুটি - লাল হলুদ শিবির

লাল হলুদ শিবিরে অধিনায়ক ড্যানি ফক্সের চোট নিয়ে চিন্তা ৷ তবে শুধু ফক্স নয়, আরও অনেক ফুটবলারই চোটে কাবু ৷ লোকেন মিতাইয়ের হালকা চোট রয়েছে। তবুও শনিবারের ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী এসসি ইস্টবেঙ্গল ৷

eastbengal
এসসি ইস্টবেঙ্গল

By

Published : Dec 2, 2020, 11:11 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর : প্রথম দুই ম্যাচে লজ্জার পরাজয়। আইএসএলে অভিষেকের বছরেই নজরকাড়া পারফরম্যান্স করার স্বপ্ন বড়সড় ধাক্কা খাওয়ার মুখে। ডার্বিতে হারলেও ফুটবলারদের খেলায় একটা প্রচেষ্টা ছিল। দ্বিতীয় ম্যাচে মুম্বাই সিটি এফসির কাছে তিন গোলে পরাজয়ের পরে কোচ রবি ফাওলার নিজেই দলের ভারতীয় ফুটবলারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন কয়েকজন ফুটবলারকে দেখে মনে হয়েছে, তারা কোনও দিন ফুটবলের কোচিং পাননি। কোচের এই অগ্নিমুর্তি দেখে সদস্য সমর্থকদের মধ্যে সমালোচনার ঝড় অল্প হলেও উঠতে শুরু করেছে।

শনিবার এসসি ইস্টবেঙ্গল তাদের তৃতীয় ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামবে। সামান্য দিনের ব্যবধানে দলের খামতি সরিয়ে ফর্মে ফেরা যাবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।পাশাপাশি অধিনায়ক ড্যানি ফক্সের চোটের অবস্থা কি রকম তা নিয়েও উৎকণ্ঠা বাড়ছে। শুধু ফক্স নন,লাল হলুদ শিবিরে চোটের তালিকা কমবড় নয়। লোকেন মিতাইয়ের হাল্কা চোট রয়েছে। দলের সঙ্গে জিম করলেও তার ফিরতে সময় দরকার। প্রিসিজন ট্রেনিং করার সময় অ্যারন আমাডির গোড়ালি মচকেছে। তার মাঠে ফিরতেও সময় দরকার। মুম্বাইয়ের বিরুদ্ধে ড্যানি ফক্সের চোট লাল হলুদ রক্ষণের ভারসাম্য নড়িয়ে দিয়েছে।তবে তার চোটের অবস্থা ঠিক কি রকম তা জানতে এমআরআই করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করা হচ্ছে আগামী দুদিনের মধ্যে ফক্সের চোটের অবস্থা পরিস্কার হবে। তাই শনিবারের ম্যাচে ড্যানি ফক্স কে না পাওয়ার তালিকায় রেখেই দল সাজানোর ইঙ্গিত লাল হলুদ শিবিরের।


ইস্টবেঙ্গলের ঘুরে দাড়ানোর সম্ভাবনা নিয়ে নানা মত সামনে আসতে শুরু করেছে। রবি ফাওলারের ডেপুটি অ্যান্টনি গ্র্যান্ট বলেছেন,"আমাদের সামনে আরও 18টি ম্যাচ রয়েছে। আমরা মাত্র দুসপ্তাহ অনুশীলন করেছি। একসঙ্গে হওয়ার পরে মাত্র দুটো ম্যাচ খেলেছে। আমরা ফুটবল খেলতে চাই।বলের পেছনে এগারোটি লোককে দাড় করিয়ে ডিফেন্সিভ ফুটবল খেলা আমাদের লক্ষ্য নয়। সবাই নিশ্চয় বুঝতে পেরেছে আমরা কি ধরনের ফুটবল খেলতে চেষ্টা করছি। সময়ের সঙ্গে খেলার উন্নতি হবে। আমাদের সামনে আরও দুটো বড় ম্যাচ রয়েছে।আমরা সেই ম্যাচ নিয়ে মনসংযোগ করতে চাই।"

ABOUT THE AUTHOR

...view details