কলকাতা, 10 অগস্ট : যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি স্বাক্ষর করে ইস্টবেঙ্গলের আইএসএলে খেলার ব্যাপার নিশ্চিত করার কথা বলেছেন মনোরঞ্জন ভট্টাচার্য । পরে চুক্তির যাবতীয় জটিলতা আলোচনার মধ্যে সমাধান করার পরামর্শ দিয়েছিলেন । সোমবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তনীদের একাদশ সেই পথেই হাঁটার রায় দিল ।
সোমবার প্রায় ঘণ্টা দুয়েকের বৈঠকের শেষে প্রশান্ত বন্দোপাধ্যায়, ভাস্কর গঙ্গোপাধ্যায়, অতনু ভট্টাচার্য, মিহির বসু, কৃষ্ণেন্দু রায়, অলোক মুখোপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়, রহিম নবি, মেহতাব হোসেনরা জানান তাঁরা কোনও পক্ষের হয়ে আসেননি । ইস্টবেঙ্গল চুক্তি জট কাটিয়ে আইএসএলে খেলুক সেটাই একমাত্র লক্ষ্য । মনোরঞ্জন ভট্টাচার্য চুক্তি স্বাক্ষর করে খেলার ব্যাপারটা নিশ্চিত করার কথা বলেছিলেন । এই বৈঠকে উপস্থিত না থাকতে পারলেও ফোনে যোগাযোগ করা হলে তিনি বাকি প্রাক্তনীদের একই কথা বলেন । তাঁর মতকে যুক্তিযুক্ত মনে করে প্রশান্ত বন্দ্যোপাধ্যায় এবং বাকিরা ৷ ইস্টবেঙ্গল কর্তাদের চুক্তি স্বাক্ষরের পথে হাঁটার পরামর্শ দিয়েছেন তাঁরা ।
এই মর্মে তাঁরা একটি চিঠি ক্লাবের সহসচিব রূপক সাহার হাতে তুলে দেন । সেখানে চুক্তি স্বাক্ষরের পক্ষে তাদের মত রয়েছে বলে জানানোর পাশাপাশি ক্লাব যাতে অধিকার না হারিয়ে ফেলে সেকথাও বলা হয়েছে । প্রাক্তনীদের এই মতকে দ্বিমুখী বলে অ্যাখ্যা দেওয়া যেতেই পারে । কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে চুক্তির জটিলতা দূর করার চেষ্টা, বাঙ্গুর গোষ্ঠীর কর্ণধার হরিমোহন বাঙ্গুরের সঙ্গে বৈঠক বা ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলার ব্যবস্থা করতেও ইস্টবেঙ্গলের প্রাক্তনীরা ব্যর্থ ।