কলকাতা, 27 জুলাই : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ হস্তক্ষেপ ছাড়া ইস্টবেঙ্গল এবং লগ্নিকারীর মধ্যেকার চুক্তি জট খোলা সম্ভব নয় ৷ মনে করছেন লাল হলুদের প্রাক্তনীরা । সেই জন্য কর্তাদের সামনে রেখে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা । এবং তা দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছেন । লগ্নিকারীর সঙ্গে মউ চুক্তি করার সময়ই ক্লাব কর্তাদের যত্নবান হওয়া উচিত ছিল বলে একমত প্রাক্তনীরা ।
সুকুমার সমাজপতি এবং চন্দন বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সোমবার বিকেলে ক্লাব তাঁবুতে আলোচনায় বসেছিলেন ফুটবলাররা । প্রশান্ত বন্দোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়, সুভাষ ভৌমিক, অতনু ভট্টাচার্য, সুমিত মুখোপাধ্যায়, অনীত ঘোষ, রহিম নবি, মেহতাব হোসেন, সূর্যবিকাশ চক্রবর্তী, রজত ঘোষদস্তিদার, ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায়, আবদুল মুনায়েম সহ মোট 57 জন ক্রীড়াব্যক্তিত্ব আলোচনায় বসেন ৷ চুক্তি জটের কোথায় সমস্যা তা বোঝার চেষ্টা করেন । বর্তমান অবস্থায় এই অযত্নের ছবি মাথায় রেখেও ইস্টবেঙ্গলকে কীভাবে অষ্টম আইএসএলে খেলানোর ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে উদ্যোগী হলেন প্রাক্তন ফুটবলাররা ।