পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোরোনা কবলিত স্পেনে ওষুধ বিক্রি করছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার - corona virus

এই মুহূর্তে বিশ্বের সব দেশে বন্ধ ফুটবল ৷ ঘরবন্দী হয়ে রয়েছেন ফুটবলাররা ৷ এই পরিস্থিতিতে ওষুধ বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ হলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার টনি ডোভালে ৷

former-east-bengal-footballer-tony-dovale
ইস্টবেঙ্গলের প্রাক্তনী ডোভালে

By

Published : Mar 23, 2020, 10:40 PM IST

কলকাতা, 23 মার্চ : কোরোনা কাঁটায় বিদ্ধ গোটা বিশ্ব ৷ প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ চিনের পর ইউরোপের দেশগুলি এই মারণ ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৷ এই মুহূর্তে বিশ্বের সব দেশে বন্ধ ফুটবল ৷ ঘরবন্দী হয়ে রয়েছেন ফুটবলাররা ৷ এই পরিস্থিতিতে ওষুধ বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ হলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার টনি ডোভালে ৷ লাল-হলুদের এই স্প্যানিশ মিডিয়ো বর্তমানে নিজের দেশে রয়েছেন ৷ নিজে গৃহবন্দী থাকলেও এই কঠিন সময়ে 29 বছরের ডোভালে ফার্মাসিস্টের ভূমিকা পালন করছেন ৷

বেঙ্গালুরু FC-তে একটি মরশুম খেলার পর আলেজান্দ্রো মেনেন্ডেজ় গার্সিয়ার কোচিংয়ে ইস্টবেঙ্গলে আসেন টনি ডোভালের ৷ 2018 সালে চোটগ্রস্ত আল আমনার পরিবর্তে দলে নেওয়া হয় স্পেনের এই অ্যাটাকিং মিড ফিল্ডারকে ৷ কলকাতায় বেশি সময় না কাটালেও স্পেনের এই ফুটবলার একেবারে মুছে যাননি লাল-হলুদ জনতার হৃদয় থেকে ৷ বর্তমানে থাইল্যান্ডের ঘরোয়া লিগে খেলা টনি শীতের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে স্পেনে ফিরেছিলেন ৷ যদিও মারণ ভাইরাসের প্রকোপে ঘরবন্দী হয়েই থাকছেন তিনি ৷ তারই মধ্যে মায়ের ফার্মেসিতে গিয়ে বসছেন ডোভালে ৷ সঙ্কটের সময় ফুটবল ছেড়ে মাস্ক এবং গ্লাভস পরে এখন ওষুধ বিক্রেতার ভূমিকায় তিনি ৷

স্পেনের জারাগোজার সান জর্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ডোভালের ফার্মাসিউটিক্যালে ডিগ্রি রয়েছে ৷ কোরোনার ভয় তাঁকে গ্রাস করলেও কঠিন সময়ে মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন তিনি ৷ ফুটবল না খেললেও নিজেকে ফিট রাখতে বাড়িতেই ফিটনেস ট্রেনিং করছেন ডোভালে ৷ বাকি সময়টুকু মায়ের সঙ্গে ওষুধের দোকানে কাটাচ্ছেন লাল-হলুদের প্রাক্তনী ৷

ABOUT THE AUTHOR

...view details