কলকাতা, 26 সেপ্টেম্বর : চেলসির প্রাক্তন গোলরক্ষক কোচ এবার অরিন্দম ভট্টাচার্যদের প্রশিক্ষক। লেসলি ক্লিভিলিকে গোলরক্ষক কোচ করল এসসি ইস্টবেঙ্গল। উপমহাদেশেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে 56 বছর বয়সি চেলসির প্রাক্তন গোলকিপার কোচের। বাংলাদেশের সিনিয়র ফুটবল দলের গোলরক্ষক কোচের দায়িত্ব সামলেছিলেন তিনি। এবার লাল-হলুদ ব্রিগেডে কোচ ম্যানুয়াল মানোলো ডিয়াজের গোলরক্ষক কোচের দায়িত্ব পেলেন লেসলি ক্লিভিলি ৷
কলকাতা ময়দানের এই ক্লাব গোলকিপার কোচের দায়িত্ব প্রসঙ্গে ক্লিভিলি বলেন, "বিশ্বের বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার ৷ বাংলাদেশের সিনিয়র দলের হয়ে কাজ করার সময় সেই দেশের ফুটবল ভক্তদের মাতামাতি দেখেছি ৷ তাঁরা ফুটবল নিয়ে কতটা আবেগপ্রবণ সেটাও জানি। এসসি ইস্টবেঙ্গল অনেক বড় ক্লাব ৷ আমি এই ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত।"
ইতিমধ্যে এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষকদের নিয়ে হোমওয়ার্ক সেরে ফেলেছেন ক্লিভিলি। "আমি আমার দলের গোলরক্ষকদের নিয়ে হোমওয়ার্ক সেরে ফেলেছি। ওদের থেকে সেরাটা বের করে আনাই আমার কাজ হবে ৷ আমার তিনজন গোলরক্ষক অভিজ্ঞ। আমি নিশ্চিত ওরা নিজেদের সেরা ছন্দে মেলে ধরবে," বলেন লাল-হলুদ নয়া গোলকিপার কোচ।