মিনেইরাও (ব্রাজিল), 3 জানুয়ারি : বিশ্ব ফুটবলে করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে ৷ এ বার করোনা পজিটিভ হলেন প্রাক্তন ব্রাজিলিয়ান মহাতারকা রোনাল্ডো নাজারিয়ো (Ronaldo Nazario Tests COVID Positive) ৷ ব্রাজিলের স্থানীয় সময় রবিবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট আসে ৷ তাঁর ক্লাব ক্রুজ়েইরো স্পোর্টস এই খবরটি নিশ্চিত করেছে ৷ 45 বছরের প্রাক্তন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ক্রুজ়েইরোর স্পোর্টস ক্লাবের অধিকাংশ শেয়ারের মালিক ৷ গতকাল ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের তরফে জানানো হয়েছে, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও করোনা আক্রান্ত হয়েছেন ৷ সেই সঙ্গে ক্লাবের আরও 3 ফুটবলারের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর ৷
আর রোনাল্ডো নাজারিয়োর কোভিড রিপোর্ট নিয়ে ব্রাজিলের ওই ক্লাবের তরফে জানানো হয়েছে, ‘‘রবিবার সকালে রোনাল্ডো নাজারিয়োর কোভিড-19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে (Ronaldo Nazario Tests Positive for COVID 19) ৷ সেই কারণে আজ তাঁর পক্ষে বেলো হোরাইজোনেট যাওয়া সম্ভব হচ্ছে না ৷ সেই সঙ্গে ক্লাবের 101তম বর্ষের উদযাপনেও তিনি থাকতে পারবেন না ৷ ’’