পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হতাশা ভুলে পরের ম্যাচের চ্যালেঞ্জের জন্য তৈরি মোহনবাগান - শেখ কামাল

প্রথম ম্যাচে হারলেও হতাশ হতে নারাজ সবুজ-মেরুন কোচ ৷ পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানিয়েছেন, প্রথমার্ধের শেষ কুড়ি মিনিটের খারাপ ফুটবল তাঁদের ম্যাচ থেকে সরিয়ে দিয়েছে ৷ ম্যাচের নিয়ন্ত্রণ হাতে থাকলেও প্রচুর সুযোগ নষ্ট করেছেন ফুটবলাররা ।

মোহনবাগান

By

Published : Oct 21, 2019, 11:14 PM IST

ট্টগ্রাম, 21 সেপ্টেম্বর : সুযোগ নষ্টের মাশুল দিয়ে মোহনবাগানের হার মানছেন কোচ কিবু ভিকুনা । চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রথম ম্যাচে ভিয়েতনামের ইয়ং এলিফ্যান্টের বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষরক্ষা হয়নি । পেনাল্টি থেকে গোল করতে না পারার ব্যর্থতা, রক্ষণের চিরাচরিত ভুলের মাশুল দিতে হয়েছে সবুজ মেরুন ব্রিগেডকে । কিবু ভিকুনার ছেলেদের এই ব্যর্থতাকে ইতিমধ্যেই কটাক্ষ করেছে বাংলাদেশের সংবাদমাধ্যম । তরুণ হাতি মোহনবাগানকে পিষে দিয়েছে বলে সমালোচনা করা হয়েছে ।

প্রথম ম্যাচে হার মোহনবাগানকে অস্বস্তিতে ফেলে দিয়েছে । পরবর্তী দুটো ম্যাচ আয়োজক চট্টগ্রাম আবাহনী ও টি সি স্পোর্টসের বিরুদ্ধে । টি সি স্পোর্টস চট্টগ্রাম আবাহনীর তুলনায় দুর্বল দল । ওপার বাংলার ফুটবল সম্পর্কে যাঁরা অবহিত, তাঁদের মতে টি সি স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচটি সহজ হলেও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ম্যাচটি কঠিন হবে ৷

প্রথম ম্যাচে হারলেও হতাশ হতে নারাজ সবুজ-মেরুন কোচ ৷ পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানিয়েছেন, প্রথমার্ধের শেষ কুড়ি মিনিটের খারাপ ফুটবল তাঁদের ম্যাচ থেকে সরিয়ে দিয়েছে ৷ ম্যাচের নিয়ন্ত্রণ হাতে থাকলেও প্রচুর সুযোগ নষ্ট করেছেন ফুটবলাররা । পেনাল্টি থেকে গোল না করতে পারাও ব্যর্থতার অনেক কারণের মধ্যে একটি বলে মনে করেন সবুজ-মেরুন হেডস্যার ।

তবে দলের পারফরম্যান্সে হতাশ হতে নারাজ বাগান কোচ ৷ দ্রুত ভুল শুধরে জয়ের পথ খুঁজতে চান কিবু ভিকুনা । মোহনবাগান ফুটবলাররা মাত্র চার বছর আগে তৈরি হওয়া ভিয়েতনামের দলের কাছে হারকে মেনে নিতে পারেননি বলে খবর । পেনাল্টি থেকে গোল না করতে পারায় ভেঙে পড়েছিলেন বেইটিয়া । ফুটবলাররা সকলেই পরের দুটো ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন । তবে হারটা যে অপ্রত্যাশিত তা সকলেই মানছেন । অধিনায়ক গুরজিন্দার সিংয়ের মতে বাকি দুটো ম্যাচ জিতলে তাঁরা শেষ চারে পৌঁছে যাবেন৷

ABOUT THE AUTHOR

...view details