ট্টগ্রাম, 21 সেপ্টেম্বর : সুযোগ নষ্টের মাশুল দিয়ে মোহনবাগানের হার মানছেন কোচ কিবু ভিকুনা । চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রথম ম্যাচে ভিয়েতনামের ইয়ং এলিফ্যান্টের বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষরক্ষা হয়নি । পেনাল্টি থেকে গোল করতে না পারার ব্যর্থতা, রক্ষণের চিরাচরিত ভুলের মাশুল দিতে হয়েছে সবুজ মেরুন ব্রিগেডকে । কিবু ভিকুনার ছেলেদের এই ব্যর্থতাকে ইতিমধ্যেই কটাক্ষ করেছে বাংলাদেশের সংবাদমাধ্যম । তরুণ হাতি মোহনবাগানকে পিষে দিয়েছে বলে সমালোচনা করা হয়েছে ।
প্রথম ম্যাচে হার মোহনবাগানকে অস্বস্তিতে ফেলে দিয়েছে । পরবর্তী দুটো ম্যাচ আয়োজক চট্টগ্রাম আবাহনী ও টি সি স্পোর্টসের বিরুদ্ধে । টি সি স্পোর্টস চট্টগ্রাম আবাহনীর তুলনায় দুর্বল দল । ওপার বাংলার ফুটবল সম্পর্কে যাঁরা অবহিত, তাঁদের মতে টি সি স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচটি সহজ হলেও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ম্যাচটি কঠিন হবে ৷