কলকাতা, 4 জুলাই : গত মরশুমের বিদেশি ফুটবলাররাও এবার লাল হলুদ ছাড়ার ভাবনা চিন্তা শুরু করেছেন? সাম্প্রতি তাঁদের কয়েকটি গতিপ্রকৃতি সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে । স্টেইনম্যান নতুন মরসুমে দল খুঁজে নিয়েছেন । পিলকিংটন এখনও সেইরকম কোনও ইঙ্গিত দেননি । তবে ব্রাইট এনোবাখারে অপেক্ষা করলেও শেষ পর্যন্ত দলবদলের ভাবনা চিন্তা শুরু করেছেন । নাইজেরিয়ান ফুটবলারটি গত মরসুমে প্রথম ম্যাচ থেকেই সদস্য সমর্থকদের মন জিতে নিয়েছিলেন । তাঁকে দলে পেতে আইএসএলের বেশ কয়েকটি দল আগ্রহী ছিল ।
ব্রাইট স্বয়ং লাল হলুদ জার্সি পড়তে আগ্রহী । কিন্তু ক্লাব এবং লগ্নিকারীর মধ্যে চুক্তি চুক্তিতে স্বাক্ষর করা নিয়ে টালবাহানার জের দলের পারফরম্যান্সে পড়বে । এই পরিস্থিতি চললে গত মরশুমের চেয়ে ভাল ফল না হওয়ার সম্ভাবনাই প্রবল ।