কলকাতা, 30 জুলাই: ডুরান্ডের আয়োজক কমিটির সঙ্গে কোনও সংঘাতে যেতে রাজি নয় আইএফএ । কলকাতা লিগের গুরুত্ব বুঝিয়ে সমস্যা সমাধানের পথ খোঁজার ভাবনা তাদের । 18 অগস্ট থেকে কলকাতা লিগ শুরু হচ্ছে । 1 অগস্ট কলকাতা ময়দানে বল গড়াবে । যা নিয়ে ফুটবল ক্লাবগুলি তাদের মতো করে দল গোছাতে শুরু করেছে । ময়দানে বল গড়ানোর পরিস্থিতি সবুজ সংকেত পেতেই আর্থিক পৃষ্ঠপোষকরা রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে । এই অবস্থায় আইএফের কলকাতা লিগ আয়োজনের পথে কাঁটা হয়ে দাড়িয়েছে ডুরান্ড কাপ ।
2019 সালে প্রথমবার শতাব্দী প্রাচীন ফুটবল টুর্নামেন্ট দিল্লির বদলে কলকাতায় অনুষ্ঠিত হয় । এবছরও কলকাতায় আয়োজন করা হবে বলে আয়োজক সেনাবাহিনী ঘোষণা করেছে । সেপ্টেম্বরে তারা এই টুর্নামেন্ট করবে । এখানেই সমস্যার সূত্রপাত । কারণ কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের সময়সীমা পরস্পরের গায়ে গায়ে পড়ে যাচ্ছে । যাতে অসুবিধায় পড়বে কলকাতার তিন প্রধান । ইতিমধ্যেই আইএসএলের ছটি দল, আই লিগের দল নিয়ে ডুরাণ্ড কাপ আয়োজনের কথা জানিয়েছে, সেনাবাহিনী । আইএসএলের ছয়টি দল এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স, এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, হায়দরাবাদ এফসি, মুম্বই সিটি এফসি ডুরান্ড কাপ খেলবে । আই লিগের গোকুলাম এফসি, রিয়াল কাশ্মীর, ট্রাউ এফসি, চার্চিল ব্রাদার্স, পঞ্জাব এফসি, মহামেডান স্পোর্টিং ডুরান্ড কাপে খেলার সম্মতি জানিয়েছে । আর্মি গ্রীন, আর্মি রেড, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভিও খেলবে ডুরান্ড কাপে ।