কলকাতা, ১৫ এপ্রিল: দেশজুড়ে মহামারী কোরোনার প্রকোপ অব্যাহত । গৃহবন্দি সাধারণ মানুষ । এমন সময় এগিয়ে এলেন ফুটবলার শুভাশিস বসু । দুঃস্থ মানুষদের হাতে তুলে দিলেন চাল,ডাল সহ নানা প্রয়োজনীয় সামগ্রী ।
এই দুর্দিনের সময়ে নিরন্ন মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শুভাশিস । এই সমাজসেবায় তাঁর অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ । ছোটবেলায় শোনা "ওঠ জাগো চরৈবেতি" এই বাণীকে সামনে নিয়ে কঠিন সময়ে সমাজ সেবায় এগিয়ে এসেছেন তিনি । ইটিভি ভারতের প্রতিনিধিকে শুভাশিস বলেন, "আমি ঘুরে বেড়ানোর কথা ভেবে রাস্তায় নামিনি । মজা করার ইচ্ছে আমার নেই । সমস্যায় পড়া মানুষের পাশে দাঁড়াতেই বাইরে বের হয়েছি । নিজেকে বারবার প্রশ্ন করেছি । কঠিন সময়ে ঘরে বসে থাকা ঠিক হচ্ছে কিনা ?
কাদের হাতে সাহায্য তুলে দিচ্ছেন শুভাশিস? ভারতীয় দলের ফুটবলার বলছেন,তাঁর চারপাশে চেনা মুখের ভিড় । ফুটবলার হয়ে ওঠার দিনে যাঁরা নানাভাবে তাঁকে সাহায্য করেছেন, উৎসাহ দিয়েছেন । সেই সব শ্রমজীবি মানুষদের খাবার সামগ্রী তুলে দেওয়ার মধ্যে তৃপ্তি খুজে পাচ্ছেন শুভাশিস । "একটা ভালোলাগা কাজ করছে । অনেক চেনামুখ,যাদের ছোটবেলা থেকে দেখেছি । সেই চেনা রিক্সাওয়ালা যে অনেকদিন আমাকে বিনা ভাড়ায় গন্তব্যে পৌঁছে দিয়েছে । সেই দোকানদার, যে আমি ভালো খেললে কেক বিস্কুট এগিয়ে দিত হাসিমুখে । আমি এই বিপদের সময় তাঁদের পাশে দাড়াতে চাই," বলছিলেন তরুন ফুটবলারটি ।
তবে সাহায্য করতে নেমেও সরকারি নির্দেশিকা মেনে চলছেন তিনি । একই সঙ্গে সাধারণ মানুষকে ঘরে থাকা ও সোশাল ডিসট্যান্সিং বজায় রাখার আবেদনও জানাচ্ছেন তিনি ।