নয়াদিল্লি, 17 এপ্রিল : প্রয়াত ফুটবলার আহমেদ হোসেন ৷ শুক্রবার এই অলিম্পিয়ান ফুটবলারের মৃত্যু হয় ৷ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল 89 বছর ৷
1956 সালের 7 ডিসেম্বর প্রথম ভারতের হয়ে খেলেন আহমেদ হোসেন ৷ দেশের হয়ে 11টি ম্যাচ খেলেছেন তিনি ৷ 1956 সালে মেলবোর্ন অলিম্পিকে ভারতীয় দল চতুর্থ স্থানে শেষ করে ৷ সেই দলের সদস্য ছিলেন ডিফেন্ডার আহমেদ ৷ এছাড়াও 1958 সালে টোকিওতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারতীয় দলেরও সদস্য ছিলেন তিনি ৷ সেই প্রতিযোগিতায় ভারত চার নম্বরে শেষ করে ৷ হায়দরাবাদ এবং বাংলার হয়ে তিনি সন্তোষ ট্রফি খেলেছেন ৷ প্রবাদপ্রতিম এই ফুটবলারের ঝুলিতে সন্তোষ ট্রফির সংখ্যা 4 ৷ মহমেডান স্পোর্টিংসের হয়ে দীর্ঘ সময় ফুটবল খেলেছেন ৷ তাঁর সময় মহমেডান স্পোর্টিংস ইতিহাস তৈরি করে ৷ প্রথম ভারতীয় দল হিসাবে মহমেডান স্পোটিং 1960 সালে ঢাকায় অনুষ্ঠিত আগা খান গোল্ড কাপ জেতে ৷ এছাড়াও 1959 সালে মহমেডান স্পোর্টিংসের হয়ে রোভার্স কাপ জিতেছিলেন ৷