পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কলকাতা লিগ শুরু হওয়া নিয়ে চিন্তায় ক্লাবগুলি - কলকাতা লিগ নিয়ে চিন্তা ক্লাবেদের

খেলা শুরু করতে হলে একাধিক বিষয় মাথায় রাখতে হবে । মাঠে থুতু ফেলা,ঘাম মোছা,জল খাওয়া এবং ফেলার বিষয়টি কোন পথে সামলানো যাবে তা দেখা উচিত ।

কলকাতা লিগ নিয়ে চিন্তা ক্লাবেদের
কলকাতা লিগ নিয়ে চিন্তা ক্লাবেদের

By

Published : May 14, 2020, 11:03 PM IST

কলকাতা, 14 মে: কোরোনা পরবর্তী অধ্যায়ে কলকাতা ময়দানে কবে বল গড়াবে তা নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে । ইতিমধ্যেই IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় কলকাতা লিগে অংশগ্রহণকারী 161টি ক্লাবকে চিঠি দিয়েছেন । জানতে চেয়েছেন, এই পর্বে কী কী পদক্ষেপ নেওয়া উচিত ।

কোরোনা ভাইরাসের কারণে কলকাতা ফুটবল লিগ শুরু করা সম্ভব হচ্ছে না । ফলে এই মরশুমে পঞ্চম ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনের খেলা সম্ভব নয় । প্রিমিয়ার এ এবং বি গ্রুপের খেলা শুরুর মরিয়া চেষ্টা শুরু হলেও তার বাস্তবায়ন কঠিন । কারণ অংশগ্রহনকারী ক্লাবগুলোর এই বিষয়ে একসুর, "জীবন বাঁচলে তবেই খেলা বাঁচবে ।" অন্তত 2 লাখ টাকার চিকিৎসা বিমার দাবি তুলেছে ক্লাবগুলো ।

মহমেডান ক্লাবের পক্ষ থেকে সচিব মহম্মদ কামারুদ্দিনের মতে, খেলা শুরু করতে হলে একাধিক বিষয় মাথায় রাখতে হবে । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, "রাজ্য সরকারের সঙ্গে এই বিষয়ে IFA-এর আলোচনা দরকার । কারণ রাজ্য সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে তার উপর সবকিছু নির্ভর করবে । তখনই আলোচনার প্রয়োজন হবে ।" মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস মনে করেন, "এই সমস্যা শুধুমাত্র তিন প্রধানের নয় । দর্শকদের সুরক্ষার কথাও ভাবতে হবে । ফুটবলাররা মাস্ক পরে খেলবে কী না তা সময় বলবে । মাঠে থুতু ফেলা,ঘাম মোছা,জল খাওয়া এবং ফেলার বিষয়টি কোন পথে সামলানো যাবে তা দেখা উচিত ।" এছাড়াও সোশাল ডিসট্যান্সিং কীভাবে হবে তা নিয়ে বিষদে আলোচনা দরকার বলে মনে করছেন সকলে । কারণ ফুটবলের মতো উত্তেজনা ভরা খেলায় পারস্পরিক দূরত্ব মানা কঠিন । তাই লকডাউন উঠলেও কবে ময়দানে বল গড়াবে তা বলা যাচ্ছে না ।

ABOUT THE AUTHOR

...view details