পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দেশে প্রথম, বাইচুংয়ের নামে হচ্ছে ফুটবল স্টেডিয়াম - কোরোনা ভাইরাস প্যানডেমিক

ভারতীয় ক্রীড়াজগতে এর আগে ডাক্তার কারনি সিংয়ের নামে শুটিং রেঞ্জের নাম, হকি কিংবদন্তি ধ্যাঁনচাদ এবং রূপসিংয়ের নামে স্টেডিয়াম করা হয়েছে । কিন্তু কোনও ফুটবলারের নামে স্টেডিয়ামের নামকরণের ঘটনা দেশে এই প্রথম ।

বাইচুং ভুটিয়া ফুটবল অ্যাকাডেমি
বাইচুং ভুটিয়া ফুটবল অ্যাকাডেমি

By

Published : Aug 24, 2020, 7:22 PM IST

Updated : Aug 24, 2020, 7:27 PM IST

কলকাতা, 24 অগাস্ট : এবার বাইচুং ভুটিয়ার নামে তৈরি হচ্ছে স্টেডিয়াম । সিকিমের নামচিতে এই স্টেডিয়াম তৈরির কাজ জোরকদমে চলছে ।

সিকিম ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মেনলা এথেনপা বলেন, ‘‘আমাদের এই প্রচেষ্টা কিংবদন্তি ফুটবলারের প্রতি শ্রদ্ধার্ঘ্য । অবসর নেওয়ার পরও বাইচুং ভুটিয়া বহু ফুটবল শিক্ষার্থীর কাছে রোল মডেল । শুধু সিকিম নয়, সারা দেশের ফুটবল শিক্ষার্থীদের সামনে অনুপ্রেরণা হিসেবে নিজেকে মেলে ধরেছেন তিনি । তাঁর নামে এই স্টেডিয়াম শ্রদ্ধার্ঘ্য ।’’

ভারতীয় ক্রীড়াজগতে এর আগে ডাক্তার কারনি সিংয়ের নামে শুটিং রেঞ্জের নাম, হকি কিংবদন্তি ধ্যাঁনচাদ এবং রূপ সিংয়ের নামে স্টেডিয়াম করা হয়েছে । কিন্তু কোনও ফুটবলারের নামে স্টেডিয়ামের নামকরণের ঘটনা এই দেশে প্রথম । প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে 100টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কৃতিত্ব দেখিয়েছেন বাইচুং ।

নিজের নামে স্টেডিয়াম হওয়ার খবরে কিংবদন্তি ফুটবলার নিজেও আপ্লুত । বলেন, ‘‘আমি সম্মানিত এবং উত্তেজিত । যদি আমি বৃহত্তর প্রেক্ষাপটে পুরো বিষয়টি দেখেন তাহলে খুশি হচ্ছি কারণ খুদে ফুটবলাররা উন্নত ফুটবল পরিকাঠামো পাচ্ছেন । এই স্টেডিয়াম অনেক ফুটবলারের বেড়ে ওঠার জায়গা । সেই তালিকায় আমিও আছি । এখানে খেলার অনেক স্মৃতি আমার আছে ।’’

15 হাজার দর্শকাসন বিশিষ্ট বাইচুং ভুটিয়া ফুটবল অ্যাকাডেমির কাজ কোরোনা সংক্রমণের মাঝেও থেমে থাকেনি । সিকিমের ফুটবলপ্রেমী মুখ্যমন্ত্রী ইতিমধ্যে পুরো কর্মকাণ্ডের নিয়মিত তদারকি করেছেন । দ্বিতীয় পর্যায়ে বাতিস্তম্ভ লাগানোর পরিকল্পনা হয়েছে । বাইচুং ভুটিয়া জানিয়েছেন, তিনি ফুটবল অ্যাকাডেমি তৈরির প্রস্তাব দিয়েছেন । যা সিকিম সরকার এবং ইউনাইটেড সিকিমের যৌথ পরিচালনায় চলবে ।

Last Updated : Aug 24, 2020, 7:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details