পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

এবার কোরোনায় আক্রান্ত FIFA প্রেসিডেন্ট - কোরোনা ভাইরাস

কোরোনা প্য়ানডেমিকের মধ্যেই বিদেশে ভ্রমণ করেন FIFA প্রেসিডেন্ট ।

infantino
infantino

By

Published : Oct 28, 2020, 10:56 AM IST

দিল্লি, 28 অক্টোবর : কোরোনায় আক্রান্ত হলেন বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো । মঙ্গলবার রাতে ইনফ্যান্তিনোর কোরোনা পজ়িটিভ হওয়ার খবর নিশ্চিত করেছে FIFA । আপাতত 10 দিন আইসোলেশনে পাঠানো হয়েছে 50 বছরের ইনফ্যান্তিনোকে ।

এই বিষয়ে বিশ্ব ফুটবলের গভর্নিং বডি বিবৃতি দিয়ে জানিয়েছে, "কোরোনার মৃদু উপসর্গ রয়েছে তাঁর । রিপোর্ট পজ়িটিভ আসার পরই সেল্ফ আইসোলেশনে চলে গেছেন তিনি । কমপক্ষে 10 দিনের কোয়ারানটিনে থাকবেন FIFA প্রেসিডেন্ট । সাম্প্রতিককালে যাঁরা ইনফ্যান্তিনোর সংস্পর্শে এসেছিলেন তাঁদের সবাইকে FIFA-র তরফে এই বিষয়ে অবগত করা হয়েছে । যাতে তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন ।"

খুব অল্প হলেও কোরোনা প্য়ানডেমিকের মধ্যেই বিদেশে ভ্রমণ করেছেন FIFA প্রেসিডেন্ট । সংযুক্ত আরব আমিরশাহী ও বাহরিনের সঙ্গে ইজ়রায়েলের স্বাভাবিক সম্পর্কের লক্ষে গত মাসে হোয়াইট হাউজ়ে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন । ইনফ্যান্তিনোর দেশ সুইজারল্যান্ডে বর্তমানে কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 27 হাজার ।

ABOUT THE AUTHOR

...view details