কলকাতা, 29 জুলাই : 29 জুলাই ৷ ময়দানে মোহনবাগান দিবস নামেই বেশি পরিচিত ৷ 1911 সালে এই 29 জুলাইয়ে পরাধীন ভারতের 11 জন দামাল ছেলে ব্রিটিশদেজর বিরুদ্ধে খালি পায়ে লড়াই করে দেখিয়েছিল ইংরেজদেরও হারানো সম্ভব ৷ ইস্ট ইয়র্ক দলকে হারিয়ে মোহনবাগানের জয় স্বাধীনতা লড়াই হিসেবেই দেখেছিল কোটি কোটি ভারতীয় ৷ সেই থেকেই 29 জুলাই মোহনবাগান দিবস হিসেবে পালিত হয় ৷ এবার সেই মোহনবাগান দিবসে শুভেচ্ছা জানাল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা ৷
নিউইয়র্কের টাইম স্ক্যায়ারের বিলবোর্ডে মোহনবাগানের গর্বের ইতিহাস শোভা পেয়েছে ৷ আর তা নিয়েই টুইট করেছে ফিফা । বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার টুইটে লিখেছে, ‘‘যখন গগনচুম্বী মর্যাদা ও ঝকঝকে সৌন্দর্যের এক বিলবোর্ড তৈরি করা হয়েছে নিউ ইয়র্কের টাইম স্ক্যায়ারে, তখন বলতেই হয়, মোহনবাগান কেবলমাত্র একটা ক্লাব নয়, ক্লাবের থেকেও বড় কিছু । শুভ মোহনবাগান দিবস 2020 ৷ বিশ্বের অন্যতম সমর্থক সমর্থিত ক্লাব ৷’’