বাতিল দেশে অনুষ্ঠিত হতে চলা FIFA অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ - fifa
এবারের অনূর্ধ্ব-17 মেয়েদের বিশ্বকাপ ভারতে হওয়ার কথা ছিল । সেইমতো জোরকদমে চলছিল প্রস্তুতি । কিন্তু বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসের প্রকোপে বাতিল হচ্ছে মেয়েদের বিশ্বকাপ ।
জুরিখ, 4 এপ্রিল: কোরোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে আতঙ্ক । এই অবস্থায় মেয়েদের অনূর্ধ্ব-17 FIFA বিশ্বকাপ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা । এবারের অনূর্ধ্ব-17 মেয়েদের বিশ্বকাপ ভারতে হওয়ার কথা ছিল । সেইমতো জোরকদমে চলছিল প্রস্তুতি । কিন্তু বিশ্বজুড়ে কোরোনা ভাইরাসের প্রকোপে বাতিল হচ্ছে মেয়েদের বিশ্বকাপ ।
FIFA-র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন । AIFF বলেছে, "মানুষের জীবন সবার আগে । অংশগ্রহণকারী দল, আয়োজক শহরের পরিবেশ, সাপোর্ট স্টাফ, সমর্থকদের স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ । তাই এই পরিস্থিতে FIFA ঠিক সিদ্ধান্তই নিয়েছে ।" চলতি বছরের নভেম্বর মাসে ভারতে মেয়েদের অনূর্ধ্ব-17 বিশ্বকাপ হওয়ার কথা ছিল । কিন্তু যা পরিস্থিতি তাতে টুর্নামেন্ট বাতিল করাই শ্রেয় বলে মনে করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ।
ইতিমধ্যে টোকিয়ো অলিম্পিক একবছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে । বাতিল হয়েছে উইম্বলডন । একই পথের পথিক চ্যাম্পিয়ন্স লিগও । এবার বাতিল হল ভারতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপ । একই সঙ্গে চলতি বছরে কোস্টারিকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-20 মহিলা বিশ্বকাপও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে FIFA ।