লুজান, 7 এপ্রিল : পাকিস্তান ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করে দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা ৷ তৃতীয় পক্ষের নাক গলানোর অভিযোগ উঠেছিল ভারতের এই পড়শি দেশের ফুটবল পরিচালন সংস্থার বিরুদ্ধে ৷ সেই কারণেই ফিফার তরফে বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সিদ্ধান্তের কথা ফিফার তরফে তাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে ৷
উল্লেখ্য, গত 27 মার্চ পাকিস্তানের লাহোরে সে দেশের ফুটবল ফেডারেশনের অফিসে হামলা চালানোর অভিযোগ ওঠে ৷ বন্দি করে নেওয়া হয় সেই সময় যাঁরা সেখানে ছিলেন, তাঁদেরকে ৷ এই কাজ পাকিস্তান ফুটবল ফেডারেশনের প্রাক্তন সভাপতি সৈয়দ আসফাক হুসেন শাহ ও তাঁর দলবল করে বলে অভিযোগ ৷ ফিফার তরফে নিয়োগ করা কমিটিকেও সরিয়ে দেওয়া হয় ৷