কলকাতা, 12 অগাস্ট : 2022 ফুটবল বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়কারী ম্যাচ এবং 2023 সালের এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিল এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং FIFA । কোরোনা সংক্রমণ বৃদ্ধির জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
যোগ্যতা অর্জনের ম্যাচ অক্টোবর এবং নভেম্বরে করার পরিকল্পনা করেছিল AFC । কিন্তু তা বাতিল করা হয়েছে । ফলে অক্টোবরের আট তারিখ কাতারের বিরুদ্ধে ভারতের ম্যাচ হবে না । একই কারণে আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংদের খেলাও হবে না ।
AFC-র তরফে বলা হয়েছে, ‘‘বিভিন্ন দেশের কোরোনা পরিস্থিতির প্রেক্ষিতে দাঁড়িয়ে FIFA এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন একযোগে যোগ্যতা অর্জনের ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে । এই ম্যাচ গুলো হওয়ার কথা ছিল চলতি বছরের অক্টোবর এবং নভেম্বরে । সেই ম্যাচগুলি আপাতত বাতিল । 2021 সালে নতুনভাবে সূচি তৈরি করা হবে ।’’
প্রসঙ্গত, যোগ্যতা অর্জনের ম্যাচগুলো হওয়ার কথা ছিল জুন মাসে । কিন্তু সংক্রমণের জেরে FIFA এবং AFC অক্টোবর এবং নভেম্বরে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল ।