ভাস্কো, 7 ডিসেম্বর : স্কোরবোর্ডের ঘনঘন পরিবর্তন দেখে মনে হচ্ছিল টেনিস ম্যাচ। প্রথমার্ধে পাঁচ গোল, ম্যাচে গোল সাত-সাতটি। এসসি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়ার ম্যাচ শেষ হল 4-3 গোলে। ফলাফল এফসি গোয়ার অনুকূলে (FC Goa beats SC East Bengal 4-3)। পঞ্চম ম্যাচে এসে তৃতীয় হার হজম করে লাল-হলুদ এগারো নম্বরে নেমে গেল (SC East Bengal digests third loss in ISL 2021-22)।
আইএসএলে এদিন ছিল দুই লাস্টবয়ের লড়াই। নব্বই মিনিটের পারফরম্যান্স গ্রাফ দেখিয়ে দিল কেন তারা সবার শেষে। রক্ষণ এবং মাঝমাঠের বোঝাপড়া নেই, হযবরল ফুটবলে ব্যক্তিগত মুন্সিয়ানায় তিন পয়েন্টের খোঁজ। গত কয়েক বছরের তুলনায় এই মরসুমে এফসি গোয়া সবচেয়ে দুর্বল। এডু বেদিয়া (Edu Bedia) ছাড়া সেভাবে বড় নাম নেই। কেন তারা জয়ের দেখা পায়নি মঙ্গলবার সন্ধ্যায় ফের প্রমাণিত। তা সত্ত্বেও তারা জয় পেল কারণ লাল-হলুদ আরও ছন্নছাড়া। কোচ মানোলো দিয়াজ পঞ্চম ম্যাচেও স্থায়ী একাদশ বেছে নিতে পারলেন না। চোট-আঘাত সমস্যা রয়েছে তবুও যারা আছেন তাদের মধ্যে থেকে সঠিক একাদশ বেছে নিতে ব্যর্থ তিনি। ম্যাচে তিনবার পিছিয়ে পড়েও ব্যক্তিগত মুন্সিয়ানায় মুখরক্ষা হয় ইস্টবেঙ্গলের ৷ তবে আশা জাগলেও শেষরক্ষা হয়নি।