পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

1 অগাস্ট FA কাপের ফাইনাল - নিউক্যাসেল ইউনাইটেড

FA কাপের কোয়ার্টার ফাইনাল খেলা হবে 27 ও 28 জুন ৷ সেমিফাইনাল খেলার কথা 11 ও 12 জুলাই ৷ আর ফাইনাল হবে 1 অগাস্ট ।

image
FA cup

By

Published : May 29, 2020, 9:03 PM IST

লন্ডন, 29 মে : 17 জুন থেকে প্রিমিয়ার লিগ শুরুর কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ৷ এবার FA কাপের ফাইনালের দিনক্ষণ জানিয়ে দেওয়া হল ।

FA কাপের কোয়ার্টার ফাইনাল খেলা হবে 27 ও 28 জুন ৷ সেমিফাইনাল হওয়ার কথা 18 ও 19 জুলাই ৷ ফাইনাল হবে 1 অগাস্ট ৷ যদিও ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই দিনগুলি প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে ৷ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে ৷

ফুটবল অ্যাসোসিয়েশনের চিফ এগজ়িকিউটিভ মার্ক বুলিংহ্যাম বলেন, ‘‘FA কাপ 150 বছর ধরে ইংলিশ ফুটবল ক্যালেন্ডারের একটি অংশ ৷ এবং আমরা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই তাদের সাহায্যের জন্য ৷’’ এর আগেই এমিরেটস FA কাপের কোয়ার্টার ফাইনালের ড্র প্রকাশ করা হয়েছিল ৷

সেই ড্র অনুযায়ী লেস্টার সিটি খেলবে চেলসির বিরুদ্ধে ৷ নিউক্যাসেল ইউনাইটেড খেলবে ম্যাঞ্চেস্টার সিটির বিপক্ষে ৷ আর্সেনাল খেলবে শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে ৷ অন্যদিকে নরউইচ সিটি ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মধ্যে খেলা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details