কলকাতা, 14 জুলাই : স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার । সেজন্য গুয়াহাটি থেকে বেঙ্গালুরুতে গেছিল কুণাল তামুলি ও প্রবাল তামুলি । কিন্তু, একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনও প্রতিফলন হয়নি । বরং কলকাতায় খেলার জন্য রিলিজ় অর্ডার চাইতে দুজনের থেকে 2.5 লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ । এনিয়ে IFA-র দ্বারস্থ হয়েছে দুই প্রতিভাবান তারকা ।
বেঙ্গালুরুতে সকার গ্যালাক্সি রেসিডেন্সিয়াল অ্যাকাডেমি চালান প্রাক্তন ফুটবলার গৌতম দেবনাথ । সেখানে যোগ দেওয়ার জন্য ট্রায়াল দিতে হয় । সেজন্য দুই ফুটবলার অনলাইনে আবেদন করেন । দুজনেই নির্বাচিত হন । একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয় । এর মধ্যে ছিল, অনূর্ধ্ব-18 আই লিগে খেলানোর প্রতিশ্রুতি । কিন্তু, ইতিমধ্যে তাঁদের বয়স 18 বছর পেরিয়ে গেলেও তাঁরা অনূর্ধ্ব-18 আই লিগে খেলার সুযোগ পাননি । অ্যাকাডেমিতে থাকাকালীন পর্যাপ্ত সংখ্যক ম্যাচও খেলানো হয়নি বলে অভিযোগ দুজনের ।