জেনিভা, 1 এপ্রিল : স্টেডিয়ামে দর্শক প্রবেশের নির্দিষ্ট মাত্রা তুলে নিল ইউইএফএ ৷ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে স্টেডিয়ামে আরও দর্শক আনার লক্ষ্যে বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে ইউইএফএ ৷ কোরোনা প্যানডেমিকের সময় এই নিষেধাজ্ঞা জারি করেছিল ইউরোপের উিটবল ফেডারেশন ৷
ইউইএফএ তরফে বলা হয়েছে, অক্টোবরে জারি করা, স্টেডিয়ামে 30 শতাংশ দর্শকের নিয়ম আর প্রয়োজন নেই ৷ স্থানীয় কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ একটি বিবৃতিতে ইউইএফএ জানিয়েছে, ‘‘ স্টেডিয়ামে কত দর্শক প্রবেশ করবে, সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে স্থানীয় কর্তৃপক্ষ ৷’’
ইস্তানবুলে, 29 মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে টিকিট বিক্রির উপরও নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে ৷ ইউইএফএ-র পরিচালিত চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের ম্যাচে দর্শকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি ছিল ৷ এছাড়া জাতীয় দলের খেলা যেমন ইউরো 2020-র যোগ্যতা নির্ণয় ও 2022 বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়ের ম্য়াচেও দর্শক প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা ছিল ৷