পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

EURO 2020 : পেনাল্টি মিসের খেসারত দিয়ে পোল্যান্ডের বিরুদ্ধে আটকে গেল স্পেন - Spain vs Poland Post Match Report

গ্রুপ পর্ব থেকেই বিদায়ের মুখে তিন বারের ইউরো জয়ী স্পেন ৷ অন্য দিকে পোল্যান্ডের সামনেও ছিটকে যাওয়ার আশঙ্কা রয়েছে ৷ দুই ম্যাচে পোল্যান্ডের পয়েন্ট এক , দুটি ড্র করে স্পেনের পয়েন্ট দুই ৷

SSs
SS

By

Published : Jun 20, 2021, 4:56 AM IST

সেভিয়া, 20 জুন : স্পেনকে (SPAIN) 1-1 গোলে আটকে দিল পোল্যান্ড (POLAND) ৷ আলভারো মোরাতার (Alvaro Morata) গোলে এগিয়ে গেলেও , লেওয়ানডস্কির (Robert Lewandowski) গোলে থমকে গেল স্পেনের জয়ে ফেরার স্বপ্ন ৷ সেভিয়ার লা কারটুজা স্টেডিয়ামে ( La Cartuja Stadium) গ্রুপ ই-র ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেন ও পোল্যান্ড ৷ প্রথম ম্যাচে পয়েন্ট খোয়ানো দুই দলের কাছেই এই ম্যাচ ছিল বেশ গুরুত্বপূর্ণ ৷

ঘরের মাঠে শুরু থেকেই পাসের ফুল ফোটাতে শুরু করেছিল স্পেন ৷ মাঝমাঠে কোকে(Koke) -রড্রি (Rodri)-পেড্রিরা (Pedri) শুরু থেকেই বল দখলে রেখেছিল ৷ 25মিনিটে জেরার্ড মোরেনোর (Gerard Moreno) পাস থেকে স্পেনকে এগিয়ে দেন আলভারো মোরাতা ৷ প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল স্পেন ৷ তবে তা কাজে লাগাতে পারেনি মোরেনো , মোরাতারা ৷

দ্বিতীয়ার্ধে কিছুটা গতি বাড়ায় পোল্যান্ড ৷ প্রথমার্ধে কিছুটা নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে খোলস থেকে বেড়োতে শুরু করেন রবার্ট লেওয়ানডস্কি ৷ শুরুতেই গোলের কাছে পৌঁছে গিয়েছিল তিনি ৷ তাঁকে আটকে দেন সিমন ৷ তবে গোল পেতে বেশি দের হয়নি পোলিশ তারকার ৷ 54 মিনিটে দুরন্ত হেডে পোল্যান্ডকে সমতায় ফেরান তিনি ৷

আরও পড়ুন : EURO 2020 : পর্তুগালকে 4-2 গোলে হারিয়ে লড়াইয়ে ফিরল জার্মানি

58 মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল স্পেন ৷ বক্সের মধ্যে জেরাড্ মোরেনোকে ফাউল করেন পোল্যান্ডের ডিফেন্ডার জাকুব মোডার (Jakub Moder) ৷ পেনাল্টি পায় স্পেন ৷ গোল করতে পারেননি মোরানো ৷ তাঁর দুর্বল শট বাঁদিকের পোস্টে ধাক্কা খেয়ে বাইরে চলে যায় ৷ এরপর ম্যাচের বাকি সময়ে দুই দল আর গোলের রাস্তা খুঁজে পায়নি ৷

পর পর পয়েন্ট খুইয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের মুখে তিন বারের ইউরো জয়ী স্পেন ৷ অন্য দিকে পোল্যান্ডের সামনেও ছিটকে যাওয়ার আশঙ্কা রয়েছে ৷ দুই ম্যাচে পোল্যান্ডের পয়েন্ট এক , দুটি ড্র করে স্পেনের পয়েন্ট দুই ৷ শেষ ম্যাচে স্প্যানিশদের প্রতিপক্ষ স্লোভাকিয়া (Slovakia)৷ অন্যদিকে পোল্যান্ডের লড়াই গ্রুপ টপার সুইডেনের (Sweden) বিরুদ্ধে ৷

ABOUT THE AUTHOR

...view details