সেন্ট পিটার্সবার্গ, 3 জুলাই : নাহ, পারলেন না ইয়ান সোমার । মহাকাব্য রচনা হল না সেন্ট পিটার্সবার্গে । অথচ মঞ্চটা তো নিজেই তৈরি করেছিলেন । কিলিয়ান এমবাপেকে আটকে দিয়েছিলেন । ছিটকে দিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়নদের । কিন্তু নিজের তৈরি মঞ্চে মহানায়ক হয়ে ওঠা হলো না সোমারের ।
বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে সোমারের দস্তানা সুইৎজারল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে তুলেছিল । এবং সেটা যে নেহাত ফ্লুক ছিল না স্পেনের বিরুদ্ধে প্রমাণ করলেন তিনি । শুক্রবার রাতে স্পেনের বিরুদ্ধে প্রায় 45 মিনিট 10 জনে খেলল সুইৎজারল্যান্ড । প্রায় একার হাতেই দলকে রক্ষা করে গেলেন সোমার । তবে শেষ রক্ষা হল না । পেনাল্টি শুট আউটে 3-1 ব্যবধানে হেরে ইউরো 2020-তে শেষ হল সুইস রূপকথা ।
এগারো জন সুইস ফুটবলার যে কঠিন লড়াই দেবেন তা ভাল করেই জানতেন স্পেন কোচ লুই এনরিক । এই সুইসরাই ফ্রান্সের বিরুদ্ধে অসাধারণ প্রত্যাবর্তন করেছিল । তাই নাছোড়বান্দা শাকিরি, সোমারদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল একবারের বিশ্ব চ্যাম্পিয়ন । সেই আক্রমণেরই ফসল ম্যাচের 8 মিনিটেই পায় স্পেন । বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন জাকারিয়া ।
ম্যাচের শুরুর দিকেই গোল তুলে নিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়ায় স্পেন । তবে লড়াই ছাড়েনি সুইসরা । প্রথমার্ধের খেলা 1-0 গোলেই শেষ হয় । দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে সুইৎজারল্যান্ড । স্পেনের বারবার আক্রমণ সেই আশায় প্রায় জল ঢেলে দিয়েছিল । তবে ম্যাচের 68 মিনিটে স্পেনের রক্ষণের ভুল কাজে লাগিয়ে শাকিরির গোলে সমতা ফেরায় সুইসরা । তবে নাটক আরও বাকি ছিল ।