সেন্ট পিটার্সবার্গ-কোপেনহাগেন , 22 জুন : গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিনল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল বেলজিয়াম (Belgium) ৷ ম্যাচে একটি গোল আত্মঘাতী , অপর গোলটি করেছেন রোমেলু লুকাকু ৷ সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে (Saint Petersburg Stadium) প্রথমার্ধে বিশ্বের একনম্বর দলকে বেশ চেপে ধরেছিল ফিনিশরা ৷
পরের পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় ফিনল্যান্ডের (Finland) বিরুদ্ধে কিছুটা হালকা চালে শুরু করেছিল রবার্তো মার্টিনেজ়ের (Roberto Martinez) ছেলেরা ৷ সেই সুযোগে চাপ বাড়াতে থাকে ফিনল্যান্ড ৷ প্রতিপক্ষের স্ট্র্যাটেজি বুঝে ম্যাচের রাশ দখলে নিতে দেরি করেনি ইডেন হ্যাজার্ড (Eden Hazard) , লুকাকুরা (Romelu Lukaku) ৷ তবে প্রথমার্ধে তারকায় ঠাসা বেলজিয়ামকে সমানে টক্কর দিয়েছে ফিনিশরা ৷
দ্বিতীয়ার্ধের শুরু থেকে মাঝমাঠে গতি বাড়াতে থাকে কেভিন ডি ব্রুইন (Kevin De Bruyne) , নাসের চাডলিরা (Nacer Chadli) ৷ সামনে লুকাকু - হ্যাজার্ড - ডোকু (Jeremy Doku) ত্রিমুখী আক্রমণের ঝড় তোলে ৷ তবে গোলের দরজা খুলতে পারছিল না বেলজিয়াম ৷ অবশেষে 74 মিনিটে গোলের দেখা পায় বেলজিয়ামরা ৷ সৌজন্যে ফিনল্যান্ডের গোলরক্ষক লুকাস রাডেকির ( Lukas Hradecky) আত্মঘাতী গোল ৷
1 গোলে এগিয়ে যাওয়ার পর চাপ বাড়ায় বেলজিয়াম ৷ 81 মিনিটে লুকাকুর সুযোগ সন্ধানী গোলে সেভিয়ার টিকিট পাকা করে রবার্তো মার্টিনেজ়ের ছেলেরা ৷ ম্যাচে ফিনল্যান্ডের গোলে 17 টা শট করেছে বেলজিয়াম ৷ এর মধ্যে 7টি অন টার্গেট ৷ উল্টো দিকে ফিনল্যান্ড 7টি শট নিয়েছে বেলজিয়ামের গোলে ৷ এর মধ্যে মাত্র 1টি ছিল অন টার্গেটে ৷ 28 জুন সেভিয়ার (Seville) লা কার্টুজ়া স্টেডিয়ামে (La Cartuja Stadium) শেষ ষোলোর ম্যাচে নামবে বেলজিয়াম ৷ প্রতিপক্ষ গ্রুপ এ ডি , ই অথবা এফের তৃতীয় স্থানাধিকারী ৷
গ্রুপের অন্য ম্যাচে রাশিয়াকে (Russia) 4-1 গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ডেনমার্ক (Denmark) ৷ শুধু তাই নয় তাদের জয়ে আরও পাঁচটি দলের শেষ ষোলোয় নিশ্চিত হয়েছে ৷ সুইৎজ়ারল্যান্ড (Switzerland) , ইংল্যান্ড (England) , চেক রিপাব্লিক (Czech Republic) , সুইডেন (Sweden) ও ফ্রান্সের (France) পরের পর্ব পাকা ৷ রাউন্ড অফ 16-এ পৌঁছাতে হলে রাশিয়ার বিরুদ্ধে শুধু জিতলেই হবে না বাড়াতে হবে গোল ব্যবধান ৷ এই পরিস্থিতিতে ম্যাচের শুরু থেকে আক্রমণে ঝাঁপায় ড্যানিশরা ৷ 38 মিনিটে ডেনমার্ককে এগিয়ে দেন মিকেল ড্যামসগার্ড (Mikkel Damsgaard) ৷
দ্বিতীয়ার্ধের শুরু থেকে রাশিয়ার বক্সে চাপ বাড়াতে থাকে ডেনমার্ক ৷ 59 মিনিটের ব্যবধানে 2-0 করেন ইউসুফ পলসেন ৷ 70 মিনিটে পেনাল্টা থেকে রাশিয়ার ব্যাবধান কমান আরটেম জ়ুবা ৷ গোল ব্যবধান কমে যাওয়ায় আরও গতি বাড়ায় ডেনমার্ক ৷ 79 মিনিটে 3-1 করেন আন্দ্রেস ক্রিসটেনসেন (Andreas Christensen) ৷ এর তিন মিনিট পর ডেনমার্কের হয়ে চতুর্থ গোলটি করেন জোয়াকিম মায়েলে ৷ শনিবার আমস্টারডামের ইয়োহান ক্রয়েফ এরিনাতে (Johan Cruijff Arena) ওয়েল্সের (Wales) বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে নামবে ডেনমার্ক ৷