লন্ডন, 7 জুলাই : নির্ধারিত সময়ে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন ৷ ওয়েম্বলিতে ইতালি বনাম স্পেন ম্যাচটি টাইব্রেকারে গড়িয়েছিল তাঁরই বদান্যতায় ৷ ম্যাচের 60 মিনিটে গোল করেন ইতালির ফ্রেডরিকো কিয়েসা ৷ 80 মিনিটে গোল শোধ করেন স্পেনের আলভেরো মোরাতা ৷ কিন্তু পেনাল্টি মিস করে সেই মোরাতাই 'ভিলেন' হয়ে গেলেন ৷ কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে সুইৎজারল্যান্ডকে হারিয়ে আসা মোরাতাদের কপাল পুড়ল টাইব্রেকারে ৷ স্পেনকে পেনাল্টি শুটআউটে 4-2 গোলে হারিয়ে ইউরো 2020-র ফাইনালে পৌঁছে গেল ইতালি ৷
পেনাল্টি শুটআউটের ছবিটা এরকম ছিল ৷ ইতালি - মিস, গোল, গোল, গোল, গোল ৷ স্পেন - মিস, গোল, গোল, মিস ৷ শেষ শটটা নেওয়ার আর প্রয়োজন পড়েনি ৷ রুদ্ধশ্বাস পেনাল্টি শুটআউটে নার্ভ ধরে রাখতে সক্ষম হল ইতালি ৷ প্রথম শট মিস করেন ইতালির লোকাতেল্লি এবং স্পেনের দানি ওলমোর ৷ এরপর ইতালির বেলোত্তি এবং স্পেনের মোরেনো দুজনই গোল করেন ৷ এরপর ইতালির হয়ে গোল করেন বোনুচ্চি, বার্নারদেসচি এবং জোরগিনহো ৷