কোপেনহেগেন, 13 জুন : দর্শকদের আবেগ এবং প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের প্রতি সম্মান ৷ এটাই হয়তো বিশ্বের অন্যান্য সব খেলা থেকে ফুটবলকে আলাদা করেছে ৷ আর তাই বিশ্বের সব দেশেই ফুটবলের জনপ্রিয়তা রয়েছে ৷ যা ফের একবার চাক্ষুস করল গোটা ফুটবল বিশ্ব ৷ গতকাল কোপেনহেগেনে ইউরো 2020’র (Euro 2020) গ্রুপ বি’র ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে জ্ঞান হারান ড্যানিস মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen) ৷ মাঠের মধ্যেই তাঁকে সুস্থ করতে সিপিআর দিতে দেখা যায় সতীর্থ এবং মেডিকেল স্টাফদের ৷ কিন্তু, এ সবের মাঝেই ফুটবল বিশ্বের মন ছুঁয়ে নিলেন ফিনল্যান্ড দলের ফুটবলার থেকে মাঠে উপস্থিত সমর্থক সবাই ৷
প্রাথমিক চিকিৎসার পর ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনকে (Christian Eriksen) স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় ৷ সেই সময় এরিকসেনের প্রাইভেসি রক্ষার জন্য, অর্থাৎ যাতে এরিকসেন’র ওই অবস্থায় কেউ ছবি তুলতে না পারে তা নিশ্চিত করতে ফিনল্যান্ডের সমর্থকদের তরফে নিজেদের জাতীয় পতাকা দিয়ে সাহায্য করা হয় ৷ যাতে সেই পতাকা দিয়ে আড়াল করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এরিকসেনকে ৷ ফিনল্যান্ডের সমর্থকদের এই আচরণ মন ছুঁয়ে গিয়েছে বিশ্বের প্রতিটি ফুটবল ভক্তের ৷ সেই মুহূর্তের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছেয়ে গিয়েছে ৷ যেখানে ফিনল্যান্ডের সমর্থকদের এই ব্যবহারের প্রশংসা করা হয়েছে ৷
আরও পড়ুন : EURO 2020 : সুস্থ এরিকসন, এক গোলে হার ডেনমার্কের