কোপেনহেগেন(ডেনমার্ক), 13 জুন : ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসনের সুস্থতার খবর পেতেই শুরু হয় স্থগিত হওয়া ম্যাচ । ফিনল্যান্ডের কাছে এক গোলে হারে ডেনমার্ক । একমাত্র গোলটি করেন জোয়েল পোহজানপালো ।
কোপেনহেগেন পারকেন স্টেডিয়ামে চলছিল বি গ্রুপের ডেনমার্ক ও ফিনল্যান্ডের ম্যাচ । ঠিক 43 মিনিটের মাথায় লুটিয়ে পড়েন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন । সঙ্গে সঙ্গে রেফারি ম্যাচ স্থগিত করে দেন । ছুটে আসে সতীর্থরা । জনমুখর স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায় । হতবাক হয়ে যায় ফুটবল বিশ্ব । তাঁর আরোগ্য কামনায় সোশ্যাল মিডিয়ায় দেখা দেয় পোস্টের বন্যা । তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় 29 বছরের এরিকসনকে । থেমে যায় কারপেন স্টেডিয়াম ।