পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

এরিকসেন’র অজ্ঞান থাকার মুহূর্তের কথা জানালেন ডেনমার্ক দলের চিকিৎসক - ডেনমার্ক বনাম ফিনল্যান্ড

মাঠে অজ্ঞান হয়ে পড়ে থাকা ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেনকে দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন বাকি ফুটবলাররা ৷ ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে জানালেন ডেনমার্ক দলের চিকিৎসক মার্টিন বোসেন ৷

EURO 2020 Denmarks team doctor described the moment when he realised Christian Eriksen pulse had stopped
এরিকসেন’র অজ্ঞান থাকার মুহূর্তের কথা জানালেন ডেনমার্ক দলের চিকিৎসক

By

Published : Jun 13, 2021, 1:01 PM IST

কোপেনহেগেন, 13 জুন : শনিবার ইউরো 2020’র (EURO 2020) গ্রুপ বি’র ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচ চলাকালীন প্রথমার্ধের 42 মিনিটে মাঠের মধ্যে জ্ঞান হারান ড্যানিস ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen) ৷ সেই মুহূর্তের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ডেনমার্ক দলের চিকিৎসক ৷ ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে মাঠের পরিস্থিতি নিয়ে চিকিৎসক মার্টিন বোসেন জানিয়েছেন, সেই মুহূর্তে এরিকসেনের পালস খুঁজে পাচ্ছিলেন না তিনি ৷ আর তার মধ্যে মাঠে অন্যান্য ফুটবলারও আতঙ্কিত হয়ে পড়েছিলেন ৷ যা তাঁকেও চাপের মধ্যে ফেলে দিয়েছিল ৷

ডেনমার্ক ফুটবল দলের চিকিৎসক মার্টিন বোসেনের কথায়, ‘‘ক্রিশ্চিয়ান অজ্ঞান হয়ে যাওয়ার পর আমাদের ডাকা হয় ৷ কিন্তু, আমি তাঁকে দেখতে পাচ্ছিলাম না ৷ তবে, এটুকু বুঝতে পেরেছিলাম, যে ও অজ্ঞান হয়ে পড়ে আছে ৷’’ মার্টিন জানিয়েছেন, তিনি ক্রিশ্চিয়ানের কাছে গিয়ে দেখেন, উনি একপাশ হয়ে মাটিতে পড়েছিলেন ৷ সেই সময় ক্রিশ্চিয়ানের শ্বাস-প্রশ্বাস চলছিল ৷ এমনকি তাঁর পালসও ছিল ৷ কিন্তু, হঠাৎ করেই ড্যানিস মিডফিল্ডারের পালস হারিয়ে যায় ৷ আর তাঁরা তৎক্ষণাৎ ক্রিশ্চিয়ানকে সিপিআর (Cardiopulmonary resuscitation) দেওয়া শুরু করেন ৷ যা দেখে দলের অন্যান্য ফুটবলাররা আতঙ্কিত হয়ে পড়েছিলেন ৷

তবে, সেই মুহূর্তে তিনি ক্ষণিকের জন্য হলেও চাপে পড়ে গিয়েছিলেন ৷ কারণ, মাঠে সেই সময় আতঙ্কিত ফুটবলারদের চেহারা এবং কয়েক হাজার দর্শকের চিন্তা তাঁকেও গ্রাস করেছিল ৷ তবে, সিপিআর পদ্ধতিতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে বলে জানিয়েছেন মার্টিন বোসেন ৷ তিনি বলেন, ‘‘খুব দ্রুত সাহায্য এসেছিল ৷ বিশেষ করে মেডিকেল টিমের তরফ থেকে খুব দ্রুত সাহায্য পাওয়া গিয়েছিল ৷ সেই কারণেই আমরা আমাদের কাজটা করতে পেরেছি ৷ আমরা ক্রিশ্চিয়ানকে ফিরিয়ে আনতে পেরেছি ৷’’

আরও পড়ুন : EURO 2020 : সুস্থ এরিকসন, এক গোলে হার ডেনমার্কের

প্রসঙ্গত, ক্রিশ্চিয়ান এরিকসেনকে (Christian Eriksen) মাঠ থেকে বের করে নিয়ে যাওয়ার পরেও ম্যাচ স্থগিত রাখা হয়েছিল ৷ কারণ ডেনমার্কের ফুটবলাররা সেই সময় মানসিকভাবে প্রস্তুত ছিলেন না ৷ এমনকি মনে করা হচ্ছিল, ম্যাচটি বাতিল হতে পারে ৷ তবে, হাসপাতালে জ্ঞান ফেরার পর ক্রিশ্চিয়ান নিজে ভিডিয়ো কনফারেন্সে তাঁর সতীর্থদের ম্যাচ খেলার অনুরোধ জানান ৷ তার পর গোটা দল মাঠে নামে ৷ তবে, ম্যাচে ফিনল্যান্ডের কাছে 1-0 গোলে হারতে হয়েছে ডেনমার্ককে ৷

ABOUT THE AUTHOR

...view details