কোপেনহেগেন, 13 জুন : শনিবার ইউরো 2020’র (EURO 2020) গ্রুপ বি’র ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচ চলাকালীন প্রথমার্ধের 42 মিনিটে মাঠের মধ্যে জ্ঞান হারান ড্যানিস ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen) ৷ সেই মুহূর্তের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ডেনমার্ক দলের চিকিৎসক ৷ ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে মাঠের পরিস্থিতি নিয়ে চিকিৎসক মার্টিন বোসেন জানিয়েছেন, সেই মুহূর্তে এরিকসেনের পালস খুঁজে পাচ্ছিলেন না তিনি ৷ আর তার মধ্যে মাঠে অন্যান্য ফুটবলারও আতঙ্কিত হয়ে পড়েছিলেন ৷ যা তাঁকেও চাপের মধ্যে ফেলে দিয়েছিল ৷
ডেনমার্ক ফুটবল দলের চিকিৎসক মার্টিন বোসেনের কথায়, ‘‘ক্রিশ্চিয়ান অজ্ঞান হয়ে যাওয়ার পর আমাদের ডাকা হয় ৷ কিন্তু, আমি তাঁকে দেখতে পাচ্ছিলাম না ৷ তবে, এটুকু বুঝতে পেরেছিলাম, যে ও অজ্ঞান হয়ে পড়ে আছে ৷’’ মার্টিন জানিয়েছেন, তিনি ক্রিশ্চিয়ানের কাছে গিয়ে দেখেন, উনি একপাশ হয়ে মাটিতে পড়েছিলেন ৷ সেই সময় ক্রিশ্চিয়ানের শ্বাস-প্রশ্বাস চলছিল ৷ এমনকি তাঁর পালসও ছিল ৷ কিন্তু, হঠাৎ করেই ড্যানিস মিডফিল্ডারের পালস হারিয়ে যায় ৷ আর তাঁরা তৎক্ষণাৎ ক্রিশ্চিয়ানকে সিপিআর (Cardiopulmonary resuscitation) দেওয়া শুরু করেন ৷ যা দেখে দলের অন্যান্য ফুটবলাররা আতঙ্কিত হয়ে পড়েছিলেন ৷