পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Euro 2020 : ড্যানিশ ডিনামাইটে স্তব্ধ চেক, 29 বছর পর ইউরোর সেমিতে ডেনমার্ক - চেক রিপাবলিককে হারাল ডেনমার্ক

ইউরোর ইতিহাসে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ হেরে সেমিতে পৌঁছায়নি কোনও দলই । সেই অসাধ্য সাধন করল 16 জন ড্যানিশ ফুটবলার । চেক রিপাবলিককে 2-1 গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল তারা ৷

euro 2020
euro 2020

By

Published : Jul 4, 2021, 6:53 AM IST

Updated : Jul 4, 2021, 9:31 AM IST

বাকু, 4 জুলাই : কে বলবে এই দলটা গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ হেরে এসেছে । এই দলটার নির্ভরযোগ্য মিল্ড ফিল্ডার টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হৃদরোগে আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছেন । নাহ, আপাতত এই ডেনমার্ককে দেখে এই প্রশ্নগুলি করা যায় না । প্রথম দুই ম্যাচে হারার পর রাশিয়াকে হারিয়ে নক আউটে ওঠা । সেখানে ওয়েলসকে হারিয়ে যে চমক দিয়েছিল ডেনমার্ক , কোয়ার্টার ফাইনালে নাছোড়বান্দা চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে 1992 সালের সোনালি ইতিহাস ফেরানোর ইঙ্গিত দিল ডেনমার্ক ।

মাঠের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন ক্রিশ্চিয়ান এরিকসন । প্রথম ম্যাচে তিনি ছিটকে যাওয়ায় বড় ধাক্কা খায় ডেনমার্ক । তারপর টানা দুই ম্যাচ হেরে একদম খাদের কিনারায় । সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরের পর্বে ওঠে ডেনমার্ক । নকআউটে ওয়েলসকে কার্যত উড়িয়ে দিয়ে কোয়ার্টারের টিকিট পাকা করে ড্যানিশরা । কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্র তাঁদের কঠিন লড়াইয়ের মধ্যে ফেলেছিল ঠিকই, তবে শেষ হাসি হাসল সেই ডেনমার্কই । সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ড ।

ইউরোর ইতিহাসে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ হেরে সেমিতে পৌঁছায়নি কোনও দলই । সেই অসাধ্য সাধন করল 16 জন ড্যানিশ ফুটবলার । দীর্ঘ সময় ধরে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে সাফল্যের মুখ দেখেনি ৷ 29 বছর পর ফের ইউরোর শেষ চারে পৌঁছাল তারা ৷ ইউরোর ইতিহাসে যা প্রথম ৷

আরও পড়ুন : Euro 2020 : রোমে হ্যারি কেনের আগুনে পুড়ে ছাই ইউক্রেন, সেমিতে থ্রি লায়ন্সরা

ম্যাচ শুরুর পাঁচ মিনিটেই ডেনমার্ককে এগিয়ে দেন থমাস ডেলানি । কর্নার থেকে পাওয়া ফ্রি কিক থেকে হেডারটা পড়ে পাওয়া বিশ আনার মতো কাজে লাগালেন ডেলানি । প্রতিপক্ষ চেক রিপাবলিককে সহজে ছেড়ে দেবে না সেটা দ্বিতীয়ার্ধের শুরু থেকেই স্পষ্ট করে দেয় তারা ৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় ডেনমার্ক ৷ গোল করেন কাসপার ডলবার্গ ৷ এরপরই ব্যবধান কমায় চেক রিপাবলিক । সুফালের ক্রস থেকে দারুণ এক ফিনিশে গোল করেন এই টুর্নামেন্টে তাদের হিরো প্যাট্রিক চিক । টুর্নামেন্টে পাঁচ গোল করা হয়ে গেল প্যাট্রিকের । ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে । চলতি ইউরোতে রোনাল্ডোর গোল সংখ্যাও পাঁচ ৷

Last Updated : Jul 4, 2021, 9:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details