পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Euro 2020 : মাঝমাঠ থেকে বিস্ময়কর গোল, ইতিহাসে চেকের প্যাট্রিক

1980 সালে শুরু হওয়া ইউরোর ইতিহাস গড়লেন চেক রিপাবলিকের প্যাট্রিক শিক । গ্লসগোর গ্লসগোর হ্যাম্পডেন পার্কে স্কটল্যান্ডের বিরুদ্ধে 49.7 গজ দুর থেকে গোল করলেন প্যাট্রিক ।

Patrik Schick
Patrik Schick

By

Published : Jun 14, 2021, 11:01 PM IST

গ্লসগো , 14 জুন : গ্লসগোর হ্যাম্পডেন পার্কে ইতিহাস । স্কটল্যান্ডের বিরুদ্ধে 49.7 গজ দুর থেকে গোল করে ইতিহাসে চেক রিপাবলিকের প্যাট্রিক শিক । এমন গোল দেখে মাঠে উপস্থিত দর্শকরা তো বটেই হতবাক পর্দায় চোখ রাখা দর্শকরাও । ধারাভাষ্যকাররাও প্রায় বাকরুদ্ধ হয়ে যান গোলের আকস্মিকতায় ।

এহেন গোলের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে না তা আবার হয় নাকি । একে একে আছড়ে পড়তে থাকে দর্শকদের বিস্ময় । অনেকে তো একে টুর্নামেন্টের সেরা গোলেরও আখ্যা দিয়ে ফেলেছেন । 2004 সালে জার্মানির টরস্টেন ফ্রিংস নেদারল্যান্ডসের বিরুদ্ধে 38.6 গজ দূর থেকে গোল করেছিলেন । ইউরোর ইতিহাসে সেটাই এতদিন ছিল সবচেয়ে দুরপাল্লার গোল ।

দ্বিতীয়ার্ধের খেলার বয়স তখন সবে মাত্র মিনিট তিনেক । 1 গোলে পিছিয়ে থাকা স্কটল্যান্ড ক্রমশ চাপ বাড়াচ্ছে চেক বক্সে । গোল বাঁচাতে চেক ফুটবলাররা তখন নিজেদের অর্ধে নেমে এসেছে । হঠাৎই স্কটল্যান্ডের এক ফুটবলারের জোরালো শট চেকের এক ডিফেন্ডার পায়ে লেগে স্কটল্যান্ডের হাফে চলে যায় । ক্ষিপ্র গতিতে বলের পিছনে ছোটেন প্যাট্রিক শিক । বলে পা ছোঁয়ানোর আগেই শিক দেখে নেন স্কটল্যান্ডের গোলরক্ষক ডেভিড মার্শাল খানিকটা এগিয়ে এসেছেন । 49.7 গজ দূর থেকেই গোল লক্ষ্য করে শট নেন শিক । ডেভিড মার্শাল ক্ষিপ্র গতিতে লাফিয়েও বলের নাগাল পাননি , বল জড়িয়ে যায় জালে ।

ইউরোরর ইতিহাসে সবচেয়ে দূরপাল্লার গোল করে শিক তখন দুহাত দু'দিকে তুলে দৌড়াচ্ছেন । সতীর্থরাও তখন তাঁকে জড়িয়ে ধরতে তাঁর পিছু নিয়েছেন । এদিকে হতভম্ব স্কটল্যান্ড শিবির আর ম্যাচে ফিরতে পারেনি । 25 বছর পর ইউরোর মূল পর্বে হার হজম করতে হয় স্কটিশদের । ফল 2-0 । দুটি গোলই প্যাট্রিক শিকের । ম্যাচের পর চেক রিপাব্লিকের বিখ্য়াত কিছু গোলের কোলাজ টুইট করে উয়েফা । যেখানে অবশ্যম্ভাবীভাবে রয়েছে 1976 সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৎকালীন চেকোস্লোভাকিয়ার আন্তোনিন পানেননকার নেওয়া সেই বিখ্য়াত স্পট কিক । যা পানেনকা কিক নামে অমর হয়ে গিয়েছে।

প্রতিযোগিতা মূলক ফুটবলের ইতিহাসে সবচেয়ে দূরপাল্লার গোল করার রেকর্ড রয়েছে টম কিংয়ের । ইংল্যান্ডে চতুর্থ ডিভিশনের নিউপোর্ট কাউন্টির এই গোলরক্ষক চলতি বছরের 19 জানুয়ারি চেলটেনহ্যামের বিরুদ্ধে 105 মিটারে দুরত্ব থেকে শট করে গোল করেন ।

আরও পড়ুন :UEFA Euro 2020 : ঐতিহ্য আর দক্ষতার মিশেলে মগজাস্ত্রের লড়াই দুই বিশ্বজয়ীর

ABOUT THE AUTHOR

...view details