গ্লসগো , 14 জুন : গ্লসগোর হ্যাম্পডেন পার্কে ইতিহাস । স্কটল্যান্ডের বিরুদ্ধে 49.7 গজ দুর থেকে গোল করে ইতিহাসে চেক রিপাবলিকের প্যাট্রিক শিক । এমন গোল দেখে মাঠে উপস্থিত দর্শকরা তো বটেই হতবাক পর্দায় চোখ রাখা দর্শকরাও । ধারাভাষ্যকাররাও প্রায় বাকরুদ্ধ হয়ে যান গোলের আকস্মিকতায় ।
এহেন গোলের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে না তা আবার হয় নাকি । একে একে আছড়ে পড়তে থাকে দর্শকদের বিস্ময় । অনেকে তো একে টুর্নামেন্টের সেরা গোলেরও আখ্যা দিয়ে ফেলেছেন । 2004 সালে জার্মানির টরস্টেন ফ্রিংস নেদারল্যান্ডসের বিরুদ্ধে 38.6 গজ দূর থেকে গোল করেছিলেন । ইউরোর ইতিহাসে সেটাই এতদিন ছিল সবচেয়ে দুরপাল্লার গোল ।
দ্বিতীয়ার্ধের খেলার বয়স তখন সবে মাত্র মিনিট তিনেক । 1 গোলে পিছিয়ে থাকা স্কটল্যান্ড ক্রমশ চাপ বাড়াচ্ছে চেক বক্সে । গোল বাঁচাতে চেক ফুটবলাররা তখন নিজেদের অর্ধে নেমে এসেছে । হঠাৎই স্কটল্যান্ডের এক ফুটবলারের জোরালো শট চেকের এক ডিফেন্ডার পায়ে লেগে স্কটল্যান্ডের হাফে চলে যায় । ক্ষিপ্র গতিতে বলের পিছনে ছোটেন প্যাট্রিক শিক । বলে পা ছোঁয়ানোর আগেই শিক দেখে নেন স্কটল্যান্ডের গোলরক্ষক ডেভিড মার্শাল খানিকটা এগিয়ে এসেছেন । 49.7 গজ দূর থেকেই গোল লক্ষ্য করে শট নেন শিক । ডেভিড মার্শাল ক্ষিপ্র গতিতে লাফিয়েও বলের নাগাল পাননি , বল জড়িয়ে যায় জালে ।