পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Real Madrid: লা লিগায় মরশুমের প্রথম হার রিয়ালের - লা লিগা

লা লিগায় টানা দু’ম্যাচে 5 পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ ৷ চ্যাম্পিয়ন্স লিগে শেরিফের বিরুদ্ধে অবাক হারের পর রবিবার এস্প্যানিয়লের বিরুদ্ধে লস ব্ল্যাঙ্কোসরা হারল 1-2 গোলে ৷ তবে ম্যাচ হেরেও গোলপার্থ্য়কে লিগ টেবিলের শীর্ষে রইল রিয়াল ৷

Real Madrid
লা লিগায় মরশুমের প্রথম হার রিয়ালের

By

Published : Oct 4, 2021, 2:22 PM IST

মাদ্রিদ, 4 অক্টোবর: সপ্তাহের মাঝামাঝি চ্যাম্পিয়ন্স লিগে অনামী শেরিফের বিরুদ্ধে অবাক হার ৷ ঘরের মাঠে সেই হারের রেশ যে বেনজেমারা ঝেড়ে ফেলতে পারেননি, সেটা বেশ বোঝা গেল রবিবার ৷ মলডোভার ক্লাবের বিরুদ্ধে হারের ক্ষত না শুকোতেই এদিন লা-লিগায় মরশুমে প্রথম হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ ৷ রবিবার এস্প্যানিয়লের বিরুদ্ধে লস ব্ল্যাঙ্কোসরা হারল 1-2 গোলে ৷ সেইসঙ্গে লা লিগায় 25 ম্যাচ অপরাজিত থাকার দৌড় থামল 34 বারের চ্যাম্পিয়নদের ৷

শনিবার বার্সেলোনাকে হারিয়ে পয়েন্টের নিরিখে রিয়ালকে ছুঁয়ে ফেলেছিল পড়শি অ্যাটলেটিকো ৷ তাই শীর্ষে অবস্থান মজবুত করতে এস্প্যানিয়লের বিরুদ্ধে জয় প্রয়োজন ছিল রিয়ালের ৷ জয় তো এলই না, উলটে ম্যাচ হেরে বসল কার্লো আনসেলোত্তির ছেলেরা ৷ এই নিয়ে লা লিগায় টানা দু’ম্যাচে 5 পয়েন্ট খোয়াল রিয়াল ৷

চোটের কারণে বেল, মার্সেলো, কার্ভাহাল, মেন্ডিদের ছাড়াই এদিন দল সাজিয়েছিলেন আনসেলোত্তি ৷ দুই অর্ধে দু’টি গোল তুলে নিয়ে ম্যাচ পকেটে পুড়ে নেয় এস্প্যানিয়ল ৷ গোল দু’টি করেন রাউল টমাস এবং অ্যালেক্স ভিদাল ৷ 71 মিনিটে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার গোলে লস ব্ল্যাঙ্কোসরা ম্যাচে ফেরার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি ৷ ফরাসি স্ট্রাইকারের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয় ৷ ফলে ঘরোয়া লিগে মরশুমের প্রথম পরাজয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে ৷ রিয়ালের হারের ক্ষতে নুনের ছিটের মত যোগ হয় এডুয়ার্ড ক্যামাভিঙ্গার চোট ৷

আরও পড়ুন: চেনা প্রতিপক্ষ, তবু সাফের শুরুতে সাবধানী স্টিম্যাচ

ম্যাচ হেরে আনসেলোত্তি বলেন, ‘‘বেশি কিছু বলার নেই ৷ আমরা খারাপ খেলেছি ৷ মরশুমের সবচেয়ে খারাপ ম্যাচ এটা ৷ আন্তর্জাতিক বিরতিতে আমাদের এই ফলাফলের পর্যালোচনা করতে হবে ৷’’ তবে ম্যাচ হেরেও 8 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রইল রিয়াল ৷

ABOUT THE AUTHOR

...view details