পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্রোটোকল ভেঙে গ্যালারিতে ফুটবলার, ভাইরাল ভিডিয়ো - প্রটোকল ভেঙে গ্যালারিতে ফুটবলার

সমর্থকদের হাতে হেনস্থার শিকার ভাই ৷ তাকে বাঁচাতে সোজা গ্যালারিতে দৌড়ে গেলেন টটেনহ্যাম ফুটবলার ৷

image
এরিক ডায়ার

By

Published : Mar 6, 2020, 11:00 AM IST

লন্ডন, 6 মার্চ : গ্যালারিতে ভাইকে হেনস্থা করা হয়ছে ৷ ম্যাচ শেষ হতেই প্রোটোকল ভেঙে গ্যালারিতে দৌড়ে গেলেন টটেনহ্যাম ফুটবলার এরিক ডায়ার ৷ এই ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

2018-19 দুরন্ত একটি মরশুম কাটিয়েছে টটেনহ্যাম হটস্পার ৷ চ্যাম্পিয়ন লিগে রানার্সও হয় তারা ৷ কিন্তু চলতি মরশুমে একেবারেই ফর্মের ধারেপাশে নেই হ্যারি কেনের দল ৷ মরশুমের মাঝপথে কোচ পোচেত্তিনোকে সরিয়ে মোরিনহোকে কোচ করা হয় ৷ কিন্তু, অবস্থার উন্নতি হয়নি ৷ বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে চানা চারটে ম্যাচে হার ৷ এবার তারই ক্ষোভ গিয়ে পড়ল গ্যালারিতে ৷

নরউইচ সিটির সঙ্গে FA কাপের খেলা চলছিল ৷ নির্দিষ্ট সময়ে ফলাফল 1-1 হওয়ায়, খেলার নিষ্পত্তি হয় ট্রাইবেকারে ৷ সেখানে হেরে FA কাপ থেকে ছিটকে যায় টটেনহ্যাম হটস্পার ৷ সেই সময় দলের খারাপ পারফরম্যান্সের জন্য সমর্থকদের হেনস্থার শিকার হতে হয় এরিক ডায়ারের ভাইকে ৷ মাঠ থেকেই বিষয়টি লক্ষ্য করেন ডায়ার ৷ ভাইকে বাঁচাতে এরপরই প্রোটোকল ভেঙে ফেন্সিং টপকে সোজা গ্যালারিতে উঠে পড়েন ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ডায়ারের এই কীর্তি ৷

তবে ডায়ারের পাশে দাঁড়িয়েছেন দলের কোচ মোরিনহো ৷ ডায়ারকে সমর্থন করে পর্তুগিজ কোচ বলেন,‘‘এরিক যেটা করেছে সেটা একজন ফুটবলারের করা উচিত নয় ৷ কিন্তু সম্ভবত আমরা প্রত্যেকেই এমন পরিস্থিতিতে এমন কাজই করব ৷’’

ABOUT THE AUTHOR

...view details