পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইপিএলে সবচেয়ে নিচে থাকা শেফিল্ড ইউনাইটেডের কাছে হার ম্য়ান ইউ’র - ম্য়ানচেস্টার সিটি

ইপিএলে 1973 সালের পর ম্য়ানচেস্টার ইউনাইটেডকে তাদের ঘরের মাঠে হারাল শেফিল্ড ইউনাইটেড ৷ 1-2 গোলে বুধবার শেফিল্ডের কাছে হেরে লিগে দু’নম্বেরই রয়ে গেল ম্য়ান ইউ ৷ লিগে এক নম্বরে রয়েছে ম্য়ানচেস্টার সিটি ৷

epl-manchester-united-stunned-by-bottom-placed-sheffield-united
ইপিএলে সবচেয়ে নিচে থাকা শেফিল্ড ইউনাইটেডের কাছে হার ম্য়ান ইউ’র

By

Published : Jan 28, 2021, 12:58 PM IST

ম্য়ানচেস্টার, 28 জানুয়ারি : ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের একদম শেষে থাকা দলের কাছে হার ম্য়ানচেস্টার ইউনাইটেডের ৷ শেফিল্ড ইউনাইটেডের কাছে ঘরের মাঠে 1-2 গোলে হারল রেড ডেভিলসরা ৷ যার ফলে 20 ম্য়াচ খেলে 40 পয়েন্ট নিয়ে দু’নম্বরেই থেকে গেল ম্য়ানচেস্টার ইউনাইটেড ৷ অন্য়দিকে এক ম্য়াচ কম খেলে 41 পয়েন্ট নিয়ে ইপিএলের টেবিলে এক নম্বরে রয়েছে ম্য়ানচেস্টার সিটি ৷

বুধবার ইপিএলে ম্য়ান ইউ’র বিরুদ্ধে এই জয় শেফিল্ড ইউনাইটেডের এবারের ইপিএলে দ্বিতীয় জয় ৷ 20 ম্য়াচ খেলে মাত্র 8 পয়েন্ট পেয়েছে শেফিল্ড ইউনাইটেড ৷ শেষবার 1973 সালে ওল্ড ট্রাফোর্ডে জিতেছিল শেফিল্ড ৷ ম্য়াচ জয়ের পর শেফিল্ড ইউনাইটেড তাদের টুইটারে লেখে, ‘‘1973 সালের পর থেকে প্রথমবার আমরা ওল্ড ট্রাফোর্ডে জিতলাম ৷’’ গতকালের ম্য়াচে ম্য়ানচেস্টার ইউনাইটেড শুরুটা দারুণভাবে করেছিল ৷ কিন্তু, প্রথম অর্ধে গোলের খাতা খুলতে ব্য়র্থ হয় ম্য়ান ইউ ৷ সেই সুযোগে 23 মিনিটে কেন ব্রায়ানের গোলে এগিয়ে যায় শেফিল্ড ইউনাইটেড ৷ এরপর ম্য়াচের দ্বিতীয় হাফে 64 মিনিটে হ্যারি ম্যাগুয়ের গোলে সমতা ফেরায় ম্যান ইউ ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷ 74 মিনিটে শেফিল্ডের হয়ে দ্বিতীয় গোলটি করেন অলিভার ব্রুক ৷

আরও পড়ুন : পিছিয়ে থেকেও সাউদহাম্পটনের বিরুদ্ধে জয় ছনিয়ে নিল আর্সেনাল

শনিবার আর্সেনালের বিরুদ্ধে পরের ম্য়াচ খেলতে নামবে ম্যাবচেস্টার ইউনাইটেড ৷ অন্য়দিকে লিগের এক নম্বরে থাকা ম্য়ান চেস্টার সিটির বিরুদ্ধে ওইদিন নামবে শেফিল্ড ইউনাইটেড ৷

ABOUT THE AUTHOR

...view details