কলকাতা, 10 সেপ্টেম্বর : পিয়ারলেসের বিরুদ্ধে হারার পর উত্তপ্ত হয়ে ওঠে ইস্টবেঙ্গল ৷ পক্ষ-বিপক্ষ মন্তব্যে উত্তাল হয়ে ওঠে লাল-হলুদ গ্যালারি । এই হারে কলকাতা লিগ খেতাব জয়ের দৌড়ে ইস্টবেঙ্গল এনেকটাই পিছিয়ে পড়েছে । মাঠের বাইরের নানা মুনির নানা মতের প্রভাব বাহ্যিক ভাবে আলেয়ান্দ্রো মেনেন্ডেজ় গার্সিয়ার অন্দরমহলে পড়েনি । ইতিমধ্যে ম্যাচ পরবর্তী ঘটনা নিয়ে লাল -হলুদ কোচ সাংবাদিক সম্মেলনে দুঃখ প্রকাশ করেছেন । টিম মিটিং অবশ্য এনিয়ে আলোচনা হয়নি ৷ এর বদলে ম্যাচের ভুল ত্রুটি বিশ্লেষনে সময় ব্যয় করেছেন লাল-হলুদ কোচ৷
সল্টলেক সাই ক্যাম্পাসে ফের অনুশীলন । সেখানে কুলিং ডাউন করা ছাড়াও ফুটভলি খেলতে দেখা গিয়েছে খেলোয়াড়দের । বৃহস্পতিবার ফের ম্যাচ । প্রতিপক্ষ কালিঘাট এমএস । জয়ে ফেরা জরুরি বুঝতে পারছেন সকলে । প্রস্তুতি মঞ্চ হিসেবে কলকাতা লিগকে দেখলেও সেখানে ভালো ফুটবল ও জয়ের অভ্যাসে খামতি হলে সমর্থকরা যে রেয়াত করবেন না তা আলেয়ান্দ্রো ও তাঁর টিম ভালো মতো বুঝতে পারছেন । কাল প্র্যাকটিস নেই । ফলে কালিঘাট এম এসের বিরুদ্ধে নামার চব্বিশ ঘণ্টা আগেও সম্ভবত বল নিয়ে অনুশীলন ছাড়াই খেলতে নামবে লাল হলুদ । হালকা জিম ও ভুলত্রুটি বিশ্লেষণে প্রস্তুতি সারা হবে । সূচির মধ্যে কম ব্যবধান থাকায় ফুটবলারদের তরতাজা রাখতেই এই পদক্ষেপ লাল-হলুদ হেডস্যারের ।
এদিকে ম্যাচ পরবর্তী রেফারি নিগ্রহ ঘটনায় উত্তাল ময়দান । ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচের রেফারি দীপ্তি রায়ের উপর লাল-হলুদ ফুটবলার ও কোচিং স্টাফ ও টিম ম্যানেজারের চড়াও হওয়ার ঘটনায় IFA কড়া পদক্ষেপ নিতে চলছে । শুক্রবার IFA শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডাকা হয়েছে । সেখানে রেফারি রিপোর্ট, ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হবে । মাঠে গন্ডগোলের খবর পেতেই IFA সচিব জয়দীপ মুখার্জি ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠান । রিপোর্টের অপেক্ষায় সোমবার রাত সাড়ে দশটা পর্যন্ত অফিসে ছিলেন সচিব । কিন্তু রিপোর্ট আসেনি ।