পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আমফান বিধ্বস্তদের পাশে "ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার" - EBRP

লকডাউনে সাধারণ মানুষের পাশে ছিল লাল-হলুদের ফ্যান ক্লাব ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার ৷ এবার সুন্দরবনের আমফান বিধ্বস্তদের পাশেও দাঁড়ালো EBRP ৷

Eastbengal
Eastbengal

By

Published : Jun 9, 2020, 8:52 AM IST

কলকাতা, 9 জুন: মাঠ ভরিয়ে শুধুই প্রিয় ক্লাবকে সমর্থন করাই নয়,ফুটবল মাঠের বাইরে মানুষের পাশেও "ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার" । প্রতিবছরই ইস্টবেঙ্গলের এই সমর্থক গোষ্ঠী সামাজিক কাজ করে থাকে । এবার কোরোনা ভাইরাস এবং আমফানের প্রাকৃতিক দুর্যোগ মানুষকে ভয়ংকর বিপদের মধ্যে ঠেলে দিয়েছে । ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সেইসব মানুষদের পাশে দাঁড়ালো লাল-হলুদের সমর্থক ফোরাম ৷

আমফানের ধাক্কায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ 24 পরগনার সুন্দরবন ৷ সেইসব দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করছে ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার ৷ যুদ্ধকালীন তৎপরতায় মাত্র 96 ঘণ্টার মধ্যে এক লাখের বেশি টাকা তুলে আর্তদের খাদ্যের ব্যবস্থা করেছে তারা । পাশে পেয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনকে ৷ মিশনের সহায়তা ও পরিচালনায় কুলতলি ব্লকের গরানকোটি গ্রামে কমিউনিটি কিচেনের ব্যবস্থা করেছে ওই ফ্যান ক্লাব । যার মাধ্যমে 500-র বেশি মানুষকে দুবেলা খাদ্যের জোগান দেওয়া সম্ভব হয়েছে ।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সহায়তায় দুর্গতদের পাশে EBRP

ইতিমধ্যেই এই উদ্যোগে বিপুল সাড়া মিলেছে । দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করার প্রস্তুতিও শুরু হয়েছে । আরও মানুষের পাশে দাঁড়ানোই তাদের উদ্দেশ্য । ইস্টবেঙ্গল দ্য রিয়াল পাওয়ারের তরফে বলা হয়েছে, ফুটবল মানুষকে মানবিক হতে শেখায় । আর ইস্টবেঙ্গল সমর্থকরা চিরকালই সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে । এবারও সেই কাজের ব্যতিক্রম হচ্ছে না । দেখাদেখি অন্যান্য সমর্থক গোষ্ঠীও আমফানে দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে ।

আমফান বিধ্বস্তদের পাশে "ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার"

ABOUT THE AUTHOR

...view details