পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চুক্তিপত্রে সই করে পাঠাচ্ছে ইস্টবেঙ্গল, অন্ধকারে বিনিয়োগ সংস্থা - ইস্ট বেঙ্গল

ক্লাবের যাবতীয় খেলাধুলোর শর্ত বিনিয়োগ সংস্থার নিয়ন্ত্রণে থাকবে । ক্লাবের সকল সদস্যদের স্বার্থরক্ষার দায়িত্ব বিনিয়োগ সংস্থা নিতে রাজি । এই পুরো পরিস্থিতি ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা জানেন ।

East bengal
East bengal

By

Published : Oct 4, 2020, 9:13 PM IST

Updated : Oct 4, 2020, 9:23 PM IST

কলকাতা, 4 অক্টোবর : বিনিয়োগ সংস্থার পাঠানো চূড়ান্ত চুক্তিপত্রে সই করে পাঠাচ্ছে ইস্টবেঙ্গল । নতুন সপ্তাহের প্রথম তিন দিনের মধ্যে ইস্টবেঙ্গলের যাবতীয় জট খুলে যাবে বলে মনে করা হচ্ছে । সেক্ষেত্রে ক্লাবের যাবতীয় দায়িত্ব নতুন বিনিয়োগকারীর হাতে চলে যাবে ।

ক্লাব চূড়ান্ত চুক্তিপত্রে পাঠাচ্ছে বলে ময়দানে খবর রটলেও বিনিয়োগ সংস্থা এ ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে । তাদের একটাই কথা, মুখ্যমন্ত্রীর সমানে ক্লাবের পদাধিকারীরা যে স্বাক্ষর করেছিলেন, তার প্রতিটা শর্ত মানতে হবে । নাহলে তারা এই ব্যাপারে নতুন পদক্ষেপ করবে না ।

চুক্তি অনুসারে ছিয়াত্তর শতাংশ শেয়ার বিনিয়োগ সংস্থার হাতে থাকবে । বাকি 24 শতাংশ ক্লাবের হাতে থাকবে । ক্লাবের যাবতীয় খেলাধুলোর শর্ত বিনিয়োগ সংস্থার নিয়ন্ত্রণে থাকবে । ক্লাবের সকল সদস্যদের স্বার্থরক্ষার দায়িত্ব বিনিয়োগ সংস্থা নিতে রাজি । এই পুরো পরিস্থিতি ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা জানেন । আর জানেন বলেই শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছিলেন, এক্সট্রা অর্ডিনারি জেনেরাল মিটিংয়ে সদস্যরা তাঁদের আপত্তির কথা বলেছেন । তাঁদের কথা বোর্ড অব ডিরেক্টরের কাছে পাঠানো হবে । বাকি বিষয়টি বোর্ড সিদ্ধান্ত নেবে । কিন্তু ক্লাবের এই মনোভাবে অসন্তুষ্ট বিনিয়োগ সংস্থা । তারা তা গোপন করছে না । তাই ক্লাব পরিস্থিতি বুঝে যাবতীয় সমস্যা দূর করতে চুক্তিতে সই করে পাঠাচ্ছে । সেক্ষেত্রে কোচ এবং সহকারী কোচ নিয়োগের ঘোষণা সোমবার হওয়ার কথা যেমন রয়েছে তেমনই দেশি বিদেশি বাকি ফুটবলারের নাম জানানো হবে । ইতিমধ্যে গতবছরের চুক্তি করা ফুটবলারদের সঙ্গে নতুনভাবে চুক্তি করার কাজ শুরু করা হয়েছে । হাইমে স্যান্টোস কোলাডোকে সমঝোতার মাধ্যমে বিদায় করা হচ্ছে । তাই বলাই যায় আগামী তিনদিন ইস্টবেঙ্গলের একাধিক পদক্ষেপের কথা সামনে আসবে । যা আদতে ISL-এর মঞ্চে পা দেওয়ার চূড়ান্ত ধাপ ।

Last Updated : Oct 4, 2020, 9:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details